Type Here to Get Search Results !
Join Our Telegram Group

কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতার পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিল বিকাশ(কারিগরি শিক্ষা বিভাগ)এর পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

 West Bengal State Council of Technical and Vocational Education and Skill
Development
(Technical Education Division)
কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতার পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিল বিকাশ(কারিগরি শিক্ষা বিভাগ)
এর পক্ষ থেকে সমস্ত শিক্ষার্থীদের অবহিত করা হয় যে চূড়ান্ত সেমিস্টার / বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষে নিম্নলিখিত

  1.  Diploma in Hotel Management & Catering Technology (HMCT)
  2. Part Time Diploma in Mining Engineering ( P/T – MIN))
  3. Part Time Diploma in Mechanical Engineering (P/T – ME)
  4.  Part Time Diploma in Electrical Engineering (P/T – EE)
  5. Part Time Diploma in Civil Engineering (P/T – CE)
  6.  Post Diploma in Petro Chemical Engineering (PDPC)
  7.  Post Diploma in Medical Electronics (PDME)

কোর্সের নিয়মিত ও সাধারণ শিক্ষার্থীরা
 অনলাইনে পরীক্ষার মাধ্যমে 25.05.2021 থেকে 10.06.2021 পর্যন্ত অনুষ্ঠিত হবে
 মোড (EiOM)।  উল্লিখিত পরীক্ষার জন্য বিশদ তফসিল এবং নির্দেশিকা প্রকাশ করা হবে
 যথাসময়ে কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে (www.webscte.co.in)

ছাত্র-ছাত্রীদের নিজস্ব কলেজ থেকে উপযুক্ত সময় মাফিক তাদের প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে তাদেরকে পাঠানো হবে ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট সময়ের অন্তরে সেই প্রশ্নপত্রের উত্তর A-4 সাইজের পেজের মধ্যে লিখে সেটিকে স্ক্যান করে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার  এবং পেপার কোড দ্বারা রিনেম করে কলেজের পক্ষ প্রদান করা ইমেইল আইডিতে মেইলের মাধ্যমে উত্তরপত্র সাবমিট করতে হবে।
এই বিষয়ে আরো বিস্তারিত জানুন 
কিভাবে শিক্ষার্থীরা উত্তরপত্র স্ক্যান করে কলেজে পাঠাবেন : বিস্তারিত জানুন 

ভবিষ্যতে আরও তথ্য পাওয়ার জন্য 
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে ভুলবেন না : Join Here
West Bengal technical education Telegram Channel : Join Here
দৈনিক চাকরির স্কলারশিপের খবর পেতে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন : Join Here

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.