Type Here to Get Search Results !
Join Our Telegram Group

জেক্সপো এন্ট্রান্স এক্সামে ভালো Rank করার গোপন টিপস

West Bengal State Council of Technical and Vocational Education and Skill
Development(Technical Education Division)
পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ কারিগরি ভবন এর অন্তর্গত যে সমস্ত সরকারি ও বেসরকারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ গুলি ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করছে ৩২ টির ও বেসি বিভিন্ন শাখায় Diploma Engineeering Course Offer করা হয়।
পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কলেজগুলোতে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার জন্য যে প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ জেক্সপো এন্ট্রান্স এক্সাম দিতে হয়। 

তোমাদের মধ্য থেকে যারা এখনো পর্যন্ত জেক্সপো ফ্রি কোচিং এর জন্য আবেদন করনি নিচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন করে নাও এক্ষুনি : Apply Here 

VOCLET 2021 FREE COACHING CLASS : APPLY HERE 

Join JEXPO & VOCLET OFFICIAL FACEBOOK GROUP ➡Join Here

JEXPO 2021 Live Classes  : Click Here


আজকে আমরা এই আর্টিকেলের জানবো

২.কোন কোন শিক্ষার্থীরা এই প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে?

৩.এই প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র কোন  Class এর Syllabus এর উপর নির্ভর করে?

এবং সব থেকে গুরুত্বপূর্ণ জেক্সপো পরীক্ষায় ভালো Rank করে সরকারি কলেজ পাওয়ার জন্য কি কি বিষয় অনুসরণ করে এগিয়ে যেতে হবে?


উভর : মাধ্যমিক মাধ্যমিক এর সমতুল্য পরীক্ষায় সর্বনিম্ন 35% নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়ে থাকলে, এছাড়াও যেসমস্ত ছাত্রছাত্রীরা 2021 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা এই জেক্সপো এন্ট্রান্স এক্সামের জন্য আবেদন করতে পারে। 


উত্তর : পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে কোন রাজ্যের পড়ুয়ারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারে।
শুধুমাত্র মাধ্যমিক মাধ্যমিক এর সমতুল্য পরীক্ষায় সর্বনিম্ন 35% নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়ে থাকলে, এছাড়াও যেসমস্ত ছাত্রছাত্রীরা 2021 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা এই জেক্সপো এন্ট্রান্স এক্সামের জন্য আবেদন করতে পারে। 


৩.এই প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র কোন  Class এর Syllabus এর উপর নির্ভর করে?
উত্তর : জেক্সপো প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র নির্ভর করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের সিলেবাস এর ওপর ভিত্তি করে।

Total 100 নাম্বারের পরীক্ষা নেওয়া হয়ে থাকে।
সম্পূর্ণ multiple-choice (MCQ)প্যাটানে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়। এবং 100 টি প্রশ্ন থাকে যার মধ্যে 50 প্রশ্ন থাকে ম্যাথামেটিক্স থেকে, 25 টি প্রশ্ন থাকে পদার্থবিদ্যা থেকে, এবং 25 টি প্রশ্ন থাকে কেমিস্ট্রি থেকে। প্রতেক টি  প্রশ্নের মান 1 নাম্বার করে ধরা হয়।
এই বিষয়ে সমস্ত ছাত্র-ছাত্রীদের কে জানিয়ে রাখতে চাই যে জেক্সপো পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে চারটে ভুল উত্তর দেওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের 1 নাম্বার করে বিয়োগ (-Deduct) হয়ে যাবে. অর্থাৎ.. 0.25ক রে 1টি প্রশ্নের নেগেটিভ মার্কিং থাকে.। (4*0.25=1 Number) যদি কোনো ছাত্রছাত্রী কোন প্রশ্নের উত্তর এটেন্ড না করে সে ক্ষেত্রে কোন নেগেটিভ মার্কিং তার হবেনা।

জেক্সপো প্রবেশিকা পরীক্ষায় ভালো করার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট :

২. ম্যাথামেটিক্স এর ওপর সবথেকে বেশি জোর দিতে হবে যেসমস্ত ছাত্রছাত্রীরা ম্যাথামেটিক্স টি একটু ভালো করে করে তাদের ভালো রং করা সম্ভব না আগে আসে।

৩. সর্ব প্রথম চ্যাপ্টার ওয়াইস পড়াশোনা করার পর যত বেশি সংখ্যক মাল্টিপল চয়েস কোশ্চেন প্যাকটিস করতে পারবে,Rank ভালো হওয়ার সম্ভবনা তত বেশি হবে।

৪. জেক্সপো প্রবেশিকা পরীক্ষায় নিজেকে প্রস্তুত করার জন্য বাজারে অনেক বই এভেলেবেল আছে, প্রত্যেকটি বইয়ের শেষের দিকে প্রচুর মডেল প্রশ্নপত্র থাকে, সেই প্রস্ন গুলি
 সর্বাধিক বেশি করে প্র্যাকটিস করতে হবে।

৫. সম্ভব হলে বিগত 10 বছরের প্রশ্নপত্র জোগাড় করতে হবে এবং স্টপ ওয়াচ অন করে সেই প্রশ্ন পত্র গুলির সলভ করার চেষ্টা করতে হবে। 

(এখন শিক্ষার্থীদের মনে প্রশ্ন কীভাবে তারা বিগত 10 বছরের প্রশ্ন পত্র সংগ্রহ করবে বিগত 10 বছরের প্রশ্ন পত্র সংগ্রহ করার জন্য এই লিংকে ক্লিক করো : Click Here

পড়াশোনার সাথে সাথে আরও কিছু বিষয় আছে যেগুলি ছাত্র-ছাত্রীদের মাথায় রাখতে হবে যেমন
1.District Quota
2. SC/ST/ OBC Quota.
4.EWS Quota
6.Land Looser Quota.
এই সমস্ত Quota গুলির অন্তর্গত একটি নির্দিষ্ট পরিমাণ আসন সংরক্ষণ করা থাকে। 

(Jexpo Online Application) আবেদন প্রক্রিয়া করার সময় সমস্ত শিক্ষার্থীদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে, যে ছাত্র-ছাত্রী যে Quota অন্তর্গত সেই কোটার সার্টিফিকেট জোগাড় করে রাখতে হবে. এবং সেই কোটার যে সুবিধা সেই সুবিধা পাওয়ার জন্য অপশনটি Yes করতে হবে। 

 এই সমস্ত কথা গুলি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রদত্ত এই লিংকে ক্লিক

HOW TO MAKE TFW CERTIFICATE? : Click Here







Medical Fitness Certificate কিভাবে বানাবে ➡জেনে নাও

Government and Private College certificate এর different কোথায় ➡জেনে নাও

GOVERNMENT POLYTECHNIC COLLEGE  & PRIVATE  ENGINEERING COLLEGE  100% placement Reality :জেনে নাও

Tags

Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.