1) ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা
যাঁরা ইঞ্জিনিয়ার হতে চান অথচ চার বছরের বি.টেক পড়াশোনার পথে যেতে চান না, তাঁদের জন্য আদর্শ হবে এই কোর্স। নানা সমংস্থা এবং পলিটেকনিক কলেজ থেকে এই ডিগ্রি পাওয়া যায়, যা শেষ করলে মাঝারি মানের চাকরি সহজেই পাওয়া যাবে।
বেতন- ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা শেষ করলে চাকরির বেতন হয় প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে বেতন বাড়ে।
কোর্স ফি- তিন বছরের এই ডিপ্লোমা কোর্সে প্রতিষ্ঠান ভেদে ১ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত পড়াশোনার খরচ পড়ে।
2) স্টেনোগ্রাফি এবং টাইপিং
আদালত এবং বেশ কিছু সরকারি অফিসে এই পদের চাহিদা থাকে। এক্ষেত্রে কোনও পলিটেকনিক কলেজ থেকে একেবারে আধুনিক অফিস পরিচালনারও কোর্স করে নেওয়া যায়। কোর্স করা যায় এক বছরের স্টেনোগ্রাফি ITI-রও।
বেতন- প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে বেতন শুরু হয়।
কোর্স ফি- এক বছরের এই ডিপ্লোমা কোর্সে মোটামুটি ১ লক্ষ টাকা পর্যন্ত পড়াশোনার খরচ পড়ে।
3) ফাইন আর্টস ডিপ্লোমা
যাঁরা অ্যানিমেশন, ডিজাইনিং, প্রোগ্রামিং, গ্রাফিক্স, ভিজ্যুয়ালাইজেশনের মতো বিষয় নিয়ে কাজ করতে ইচ্ছুক, তাঁরা ৫ বছরের এই ডিপ্লোমা কোর্স বেছে নিতে পারেন। সৃজনশীল ব্যক্তিদের পক্ষে এই কোর্স খুবই যথাযথ।
বেতন- প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা বেতন পাওয়া যায়।
কোর্স ফি- পাঁচ বছরের এই ডিপ্লোমা কোর্সে মোটামুটি ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত পড়াশোনার খরচ পড়ে।
4) আর্কিটেকচার ডিপ্লোমা
যাঁদের মধ্যে সৃজনশীলতা রয়েছে, সঙ্গে রয়েছে পদার্থবিদ্যা এবং গণিতের প্রতি অনুরাগ, তাঁরা নানা স্থাপত্যের নকশা তৈরি সম্পর্কিত এই কাজের জন্য ডিপ্লোমা কোর্স করতে পারেন।
বেতন- প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন পাওয়া যায়।
কোর্স ফি- এই ডিপ্লোমা কোর্সে মোটামুটি ১ লক্ষ টাকা পর্যন্ত পড়াশোনার খরচ পড়ে।
5) প্যারা-মেডিক্যাল ডিপ্লোমা
অপারেশন থিয়েটার প্রযুক্তি, এক্স রে প্রযুক্তি, রেডিওগ্রাফি এবং মেডিক্যাল ইমেজিং ইসিজি প্রযুক্তি, ডায়ালাইসিস প্রযুক্তি এবং মেডিকেল রেকর্ড প্রযুক্তির মতো বিষয়ে যাঁদের আগ্রহ আছে, তাঁরা এই কোর্স করতে পারেন। প্যারা-মেডিক্যালে ডিপ্লোমা করার পরে ল্যাব টেকনিশিয়ান বা হাসপাতাল, ক্লিনিক, জনস্বাস্থ্য কেন্দ্র বা মেডিক্যাল ল্যাবরেটরিতে সহকারী হিসাবে চাকরি পাওয়া যায়।
বেতন- প্রতি বছরে ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করা যায়।
কোর্স ফি- এই ডিপ্লোমা কোর্সে মোটামুটি ১ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত পড়াশোনার খরচ পড়ে।
Post a Comment
0 Comments