MAKAUT - Fee Waiver Scheme || মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রকল্প ফি ওয়েভার সেম
EDUCAREJune 18, 20210
MAULANA ABUL KALAM AZAD UNIVERSITY OF TECHNOLOGY, WEST BENGAL
MAKAUT, W.B taking new initiative for all affiliated colleges under MAKAUT-WB .The University will waive the semester fees of the registered students whose earning members of the family (father/mother) have died due to COVID19.
It is hereby requested that any such case may be communicated to the University for waiver of semester fees due to the reason cited above under the Fee Waiver Scheme of the University. It is also to note that the applications for semester fee waive, college/institution need to certify/authenticate the applications and the same are required to be forwarded on mail id sagarratan@gmail.com with supporting documents and a general application by the student concerned.
পশ্চিমবঙ্গের অন্যতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো।
বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত কলেজগুলি রান করছে সেই সমস্ত কলেজের 40 হাজারেরও বেশি শিক্ষার্থীরা পড়াশুনা করছে বিভিন্ন ডিসিপ্লিনের উপর।
বিগত বছর থেকে এই করোনার আবহে এর সাথে সাথেই লকডাউনে বহু শিক্ষার্থীদের বাড়ির আর্নিং মেম্বার কর্মহারা হয়ে পড়েছেন।
দুর্ভাগ্যবশত এই করণা মহামারীর জন্য অনেক শিক্ষার্থীরা তাদের বাবা ও মাকে হারিয়েছে, সেই ধরনের শিক্ষার্থীদের কথা ভেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা একটি অভিনব উদ্যোগ নেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত শিক্ষার্থীরা যাতে তাদের ভবিষ্যতের পড়াশুনো সচল রাখতে পারে সেই কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফ্রী ওয়েভার সেম নামে একটি নতুন প্রকল্প শুরু করলো এই প্রকল্পের নিয়মাবলী অনুসারে যদি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পড়াশোনা করা কোনো শিক্ষার্থীর এই করোনার জন্য তাদের বাবা বা মাকে হারিয়ে থাকে সেক্ষেত্রে সেই শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন ফি মকুব করা হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
এই টিউশন ফি ওয়েভার স্কিমের সুবিধা নিতে গেলে ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট প্রমাণ সহ একটি ইমেইল আইডি দেওয়া হয়েছে সেই ইমেইল আইডিতে কলেজ কর্তৃপক্ষের দ্বারা নির্দিষ্ট তথ্য ও অ্যাপ্লিকেশন প্রদান করতে হবে অ্যাপ্লিকেশন বলে পরিগণিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা সেই নির্দিষ্ট শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে আরো বিস্তারিত জানতে এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারেন।
পশ্চিমবঙ্গের মধ্যে যেসমস্ত ছাত্রছাত্রীরা টেকনিক্যাল এডুকেশন এর সাথে যুক্ত , একদম VOCATIONAL, ITI থেকে শুরু করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং B.Tech, M.Tech প্রজন্ত। সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে মাতৃভাষায় Technical Education Related সমস্ত তথ্য সহজভাবে এবং সঠিক সময়ে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য।
এটি কোন সরকারি ওয়েবসাইট না। কিন্তু Technical Education Related সমস্ত সঠিক তথ্য ছাত্রছাত্রীদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি।
West Bengal Technical Education এই ওয়েবসাইট এর কর্ণধার হলেন কৃষ্ণ ঘোষ -KRISHNA CHANDRA GHOSH(DIPLOMA,B.Tech MECHNICAL)। যিনি নিজে কারিগরি শিক্ষার সঙ্গে বিগত কয়েক বছর ধরে যুক্ত, ক্যারিয়ার কাউন্সেলিং এবং পশ্চিমবঙ্গের টেকনিক্যাল এডুকেশন সংক্রান্ত সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেছেন "How Can I Help U?" YouTube Channel এর মাধ্যমে। কারিগরি শিক্ষার সাথে যুক্ত সমস্ত শিক্ষার্থীদের সঠিকভাবে পথ দেখানো আমাদের একমাত্র উদ্দেশ্য।
Post a Comment
0 Comments