Type Here to Get Search Results !
Join Our Telegram Group

Student Credit Card application process: কীভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোনের জন্য আবেদন করবে?

কীভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় লোনের জন্য আবেদন করবেন ? দেখে নিন পুরো প্রক্রিয়া:

উচ্চ শিক্ষার জন্য পড়ুয়াদের সামনে নয়া দিগন্তের উন্মোচন করল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার সরকারিভাবে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের আওতায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া।

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উদ্বোধন করলে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বুধববার নবান্নে - WBTE

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উদ্বোধন করলে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বুধববার নবান্নে - WBTE

যোগ্যতা :

  • অন্তত ১০ বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবং ভারতীয় নাগরিক হতে হবে। 
  • দেশে-বিদেশে যে কোনও রকম পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। 
  • প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছর। 

কোন ক্ষেত্রে ঋণ ?

  • উপরে উল্লিখিত প্রতিষ্ঠানে পড়াশোনার খরচ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণের জন্য। 
  • হোস্টেল বা পেয়িং গেষ্ট  হিসাবে থাকার জন্য 
  • ফি  দেওয়া , শিক্ষামূলক ভ্রমণ, প্রজেক্ট,থিসিস এবং পাঠক্রম সম্পূর্ণ করতে।
  • বই ,কম্পিউটার ,ল্যাপটপ কিনতে।

আর্থিক সহায়তার পরিমান :

  • সর্বোচ্চ ১০ Lakh টাকা পর্যন্ত ঋণ বার্ষিক ৪% হারে সরল সুদে।
  • স্কুলরন্ত থেকে পোস্ট ডক্টরাল পর্যন্ত যে কোনো সময়ে ঋণ  মিলবে।
  • বাবা-মা অথবা আইনি অভিভাবক ব্যাংকার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হবেন। কিন্তু কোনো কশান মানি, সিকিউরিটি ডিপোজিট বা মর্টগেজ রাখতে হবে না। 

ঋণ শোধের নিয়ম:

  • পাঠক্রম শেষ হওয়ার অথবা ছাত্রছাত্রীদের চাকরিতে যোগদানের পর থেকে এক বছর ঋণ  পরিশোধ স্থগিত রাখা যাবে। 
  • চাকরি পাওয়ার পর ১৫ বছর সময় থাকবে ঋণ  শোধের।


কীভাবে ঋণ বা লোনের জন্য অনলাইনে আবেদন করবেন?

১) রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট (www.wb.gov.in) বা banglaruchchashiksha.wb.gov.in-তে যান। অথবা সরাসরি https://wbscc.wb.gov.in/-তে যান।

২) ‘Student Registration’-এ ক্লিক করুন।

৩) একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে বিভিন্ন তথ্য দিতে হবে।

৪) সেখানে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি-সহ বিভিন্ন তথ্য দিতে হবে। আধার কার্ড থাকা বা না থাকার ভিত্তিতে সেই রেজিস্ট্রেশন ফর্ম ভিন্ন হবে। পাসওয়ার্ডও দিতে হবে। তারপর ‘Register’-এ ক্লিক করতে হবে।

৫) যে ফোন নম্বর দেওয়া হয়েছে, তাতে ওটিপি যাবে। সেই ওটিপি লিখে 'Verify' করতে হবে।

৬) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে স্ক্রিনে একটি 'Registration ID' আসবে। ফোনেও লগইন সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠানো হবে।

৭) wbscc.wb.gov.in/ -তে গিয়ে Student Login-তে ক্লিক করুন। নয়া একটি পেজ খুলে যাবে।

৮) সেই রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। 

৯) 'Dashboard' খুলে যাবে। সেখানে 'Apply Now'-তে ক্লিক করুন।

১০) একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে বিভিন্ন তথ্য দিতে হবে। আধার কার্ড থাকা বা না থাকার ভিত্তিতে সেই রেজিস্ট্রেশন ফর্ম ভিন্ন হবে। পাশাপাশি ‘Download Undertaking Documents’ থাকবে। পড়ুয়াদের প্যান কার্ড না থাকলে ‘Download Undertaking Documents’ ডাউনলোড করতে হবে। ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ যাবতীয় তথ্য দেওয়ার পর ‘Save & Continue’ করুন।

১১) তারপর একটি নয়া পেজ খুলে যাবে। আধার কার্ড থাকা বা না থাকার ভিত্তিতে সেই ফর্ম ভিন্ন হবে। আধার কার্ড থাকলে সেখানে আবেদনকারীর ছবি, সহ-আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, সহ-আবেদনকারী বা অভিভাবকের স্বাক্ষর, আধার কার্ড, সহ-আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র (ভোটার আইডি), আবেদনকারীর ভরতির রসিদের ছবি, প্যান কার্ড, সহ-আবেদনকারীর প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। 

আধার কার্ড না থাকলে সেখানে আবেদনকারীর ছবি, সহ-আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, সহ-আবেদনকারী বা অভিভাবকের স্বাক্ষর, দশম শ্রেণির রেজিস্ট্রেশন, সহ-আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র (ভোটার আইডি), আবেদনকারীর ভরতির রসিদের ছবি, প্যান কার্ড, সহ-আবেদনকারীর প্যান কার্ড, আবেদনকারীর কোর্স ফি সংক্রান্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

১২) যাবতীয় নথি আপলোডের পর ‘Save & Continue’ করুন।

১৩) একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে যাবতীয় নথি এবং তথ্য মিলিয়ে দেখে নিন। তারপর 'Submit Application' ক্লিক করুন। কোনও তথ্য বা নথি পরিবর্তন করতে হলে 'Edit Loan application'-এ ক্লিক করতে হবে। একবার সাবমিট হয়ে গেলে তথ্য পালটানো যাবে না।

১৪) তারপর 'Dashboard'-এ দেখাবে 'Application Submitted to HOI'। তার অর্থ হল যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছেই আবেদনপত্র চলে গিয়েছে।

১৫) স্কুলের তরফে আবেদনপত্র পাঠানো হবে উচ্চ শিক্ষা দফতরকে। তখন 'Dashboard'-এ দেখাবে 'Application forwarded by to HOI to HED'।

কী কী সুবিধা মিলবে?

যাঁরা টানা ১০ বছর এই রাজ্যে রয়েছেন তাঁরাই এই সুবিধা পেতে পারেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ৪০ বছর পর্যন্ত ছাত্রছাত্রীরা এই ঋণ নিতে পারবেন। চাকরি পাওয়ার পর ১৫ বছরে অত্যন্ত কম সুদে সেই টাকা পরিশোধ করার সুযোগ থাকবে। দশম শ্রেণি থেকেই ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা মিলবে
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট - 
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করুন -  

Topics : Student Creadit Card scheme | creadit card | wb students creadit card scheme | student creadit card application process | students creadit card apply | mamta banerjee

Post a Comment

13 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Jara competitive exam er jonno preparation niche ,tara ki bhabe apply korbe?Jodi process ta dekhiye diten khub help hoto..Ami 2020 pass out Diploma engineering korechi .Akhon competitive er jonno preparation nichi.Ki kore apply korbo akta video kore dekhiye dile bhalo hoto.

    ReplyDelete
    Replies
    1. Please dada ai bapar a kichchu bolun.....

      Delete
    2. khub tratri ami eta niye details video niye aschi

      Delete
  2. Joto taka use korbo totto taka ta e pheroth dite hobe ?

    ReplyDelete
  3. Can I use this credit for butician diploma course in private institution ( VLCC, Lakme )

    ReplyDelete
  4. Please show mahestala college name .I could not find it,p)ease show me

    ReplyDelete
  5. আমি diploma র last semester এর student ,আমি এখন loan এর জন্য apply করেছি।
    পরে আমি যখন আবার B.TECH করবো তখন আবার কি ভাবে loan এর জন্য reapply করবো?

    ReplyDelete
  6. Loan amount ta ki amar babar account a nite parbo na amar accountei niteehobe??

    Please suggest me

    ReplyDelete
  7. Sir,
    Amr last qualification ITI pass
    But application form a last qualification a kono ITI er option nyi. Ami ki korbo akhon

    ReplyDelete
  8. Bolchi dada upto 4lac taka jodi ni tahole 4% sudh dite hobe?

    ReplyDelete