Type Here to Get Search Results !
Join Our Telegram Group

West Bengal Student Credit Card: খুব শীঘ্রই Student Credit Card পাবেন রাজ্যের ২০,০০০ পড়ুয়া! কবে পাবে জেনে নিন।

Student Credit Card দেওয়া শুরু করছে রাজ্য সরকার! জানুন দিন-ক্ষণ

আগামী ৩ জানুয়ারি স্টুডেন্টস ডে পালনের প্রস্তুতি নিচ্ছে নবান্ন। ওইদিন রাজ্যজুড়ে প্রায় ২০ হাজার পড়ুয়ার হাতে Student Credit Card তুলে দেওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজ্যের প্রায় ২০ হাজার পড়ুয়ার হাতে Student Credit Card তুলে দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে শিক্ষা দফতর।

আরও পড়ুন: প্রত্যেকদিন নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন

Student Credit Card দেওয়া শুরু করছে রাজ্য সরকার! জানুন দিন-ক্ষণ

বাংলার পড়ুয়াদের জন্য ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে Student Credit Card। এই কার্ডের সাহায্যে রাজ্যের পড়ুয়ারা তাঁদের উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন।

আরও পড়ুন: স্কলারশিপ সংক্রান্ত প্রবলেম শেয়ার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন

Student Credit Card দেওয়া শুরু করছে রাজ্য সরকার! জানুন দিন-ক্ষণ

শুধুমাত্র স্কুল-কলেজে পঠনপাঠনের খরচই নয়, এই Student Credit Card-এর মাধ্যমে ঋণ পাওয়া যাবে যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ে ভর্তির ক্ষেত্রেও।

আরও পড়ুন: দশম-দ্বাদশ পাশেই নৌসেনায় চাকরি, ৪৩ হাজার টাকা পর্যন্ত বেতন

Student Credit Card দেওয়া শুরু করছে রাজ্য সরকার! জানুন দিন-ক্ষণ

জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রায় ৩০ হাজার পড়ুয়ার Student Credit Card-এর আবেদন রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক মঞ্জুর করেছে। ঋণ মঞ্জুর হয়ে গিয়েছে প্রায় ৭ হাজার পড়ুয়ার। অসম্পূর্ণ তথ্য বা ফর্ম পূরণে ত্রুটির কারণে এখনও বহু আর্জি ঝুলে রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ৫ হাজার আবেদন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের রেজিস্ট্রেশন শুরু শুক্রবার থেকে, পরীক্ষা কবে?

Student Credit Card দেওয়া শুরু করছে রাজ্য সরকার! জানুন দিন-ক্ষণ

সূত্রের খবর, শুধুমাত্র উচ্চশিক্ষার জন্যই রাজ্যের ৪০ হাজারেরও বেশি Student Credit Card-এর আবেদন জমা পড়েছে বিভিন্ন ব্যাঙ্কের শাখায়। এখনও পর্যন্ত প্রায় ৩০ হাজার পড়ুয়াকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এঁরা শীঘ্রই তাঁদের Student Credit Card পেয়ে যাবেন।

আরও পড়ুন: দশম শ্রেণী পাশেই ভারতীয় এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে চাকরির সুযোগ, ৬৯ হাজার টাকা পর্যন্ত বেতন

Student Credit Card দেওয়া শুরু করছে রাজ্য সরকার! জানুন দিন-ক্ষণ

ইচ্ছুক ছাত্রছাত্রীদের শিক্ষা দপ্তরের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে www.wb.gov.in-এ গিয়ে আবেদন জানাতে হবে। এছাড়া, wbscc.wb.gov.in-এর মাধ্যমেও আবেদন করা যাবে।

আরও পড়ুন: দশম-দ্বাদশ পাশেই নৌসেনাতে চাকরির সুবর্ণ সুযোগ, ৪৩ হাজার টাকা পর্যন্ত বেতন

Student Credit Card দেওয়া শুরু করছে রাজ্য সরকার! জানুন দিন-ক্ষণ

এ ছাড়াও টোল ফ্রি নম্বরে ফোন করে এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সম্পর্কে তথ্য জানতে পারবেন। তার জন্য এই 18001028014 নম্বরে ফোন করলে মিলবে এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সম্পর্কে বিস্তারিত তথ্য। সেই তথ্য জেনে সঠিক ভাবে আবেদন করা যাবে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.