পলিটেকনিক এর প্রথম বর্ষের পরীক্ষা হবে অনলাইনে জানিয়ে দিল কারিগরি শিক্ষা দপ্তর
EDUCAREJanuary 24, 20220
পলিটেকনিক এর প্রথম বর্ষের পরীক্ষা হবে অনলাইনে জানিয়ে দিল কারিগরি শিক্ষা দপ্তর
কারিগরি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো,যেখানে উল্লেখ করা হয়েছে অনলাইনে হবে প্রথম বর্ষের সমস্ত ইন্টারনাল পরীক্ষা।
পশ্চিমবঙ্গের সমস্ত পলিটেকনিকের শিক্ষার্থীরা খুবই চিন্তার মধ্যে ছিল তাদের সেমিস্টারের এবং আগত দিনের পরীক্ষা গুলি নিয়ে সেই বিষয়ে এই নোটিশের মাধ্যমে শিক্ষার্থীরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো বলা যেতে পারে।
পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যার মাধ্যমে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে সাথে আর্কিটেকচার এবং মর্ডান অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট এর সমস্ত শিক্ষার্থীদের প্রথম বর্ষের
শিক্ষার্থীদের থিওরিটিক্যাল সাবজেক্টের প্রথম ইন্টার্নাল অ্যাসেসমেন্ট শুরু হবে 8th Febuary,2022 থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত এবং সেকেন্ড ইন্টার্নাল অ্যাসেসমেন্ট সমস্ত থিউরিটিক্যাল সাবজেক্টে শুরু হবে 7 মার্চ থেকে
ই মার্চ পর্যন্ত .
এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখার কথা উল্লেখ করা হয়েছে এবং নিজস্ব কলেজের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য শিক্ষার্থীদের উপদেশ দেয়া হয়েছে।
OUR OFFICIAL TELEGRAM CHANNEL
HOW CAN I HELP U? : WEST BENGAL TECHNICAL EDUCATION :
পশ্চিমবঙ্গের মধ্যে যেসমস্ত ছাত্রছাত্রীরা টেকনিক্যাল এডুকেশন এর সাথে যুক্ত , একদম VOCATIONAL, ITI থেকে শুরু করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং B.Tech, M.Tech প্রজন্ত। সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে মাতৃভাষায় Technical Education Related সমস্ত তথ্য সহজভাবে এবং সঠিক সময়ে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য।
এটি কোন সরকারি ওয়েবসাইট না। কিন্তু Technical Education Related সমস্ত সঠিক তথ্য ছাত্রছাত্রীদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি।
West Bengal Technical Education এই ওয়েবসাইট এর কর্ণধার হলেন কৃষ্ণ ঘোষ -KRISHNA CHANDRA GHOSH(DIPLOMA,B.Tech MECHNICAL)। যিনি নিজে কারিগরি শিক্ষার সঙ্গে বিগত কয়েক বছর ধরে যুক্ত, ক্যারিয়ার কাউন্সেলিং এবং পশ্চিমবঙ্গের টেকনিক্যাল এডুকেশন সংক্রান্ত সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেছেন "How Can I Help U?" YouTube Channel এর মাধ্যমে। কারিগরি শিক্ষার সাথে যুক্ত সমস্ত শিক্ষার্থীদের সঠিকভাবে পথ দেখানো আমাদের একমাত্র উদ্দেশ্য।
Post a Comment
0 Comments