Nabanna Scholarship 2022 Application Process : নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি ও ফর্ম ডাউনলোড, জমা করার ঠিকানা | | উত্তরকন্যা স্কলারশিপ 2022
নবান্ন স্কলারশিপ 2022 সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ কী?
কারা আবেদন করতে পারবে,কীভাবে আবেদন করতে হবে,নবান্ন স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে, এবং আবেদনের জন্য কী কী নথিপত্র প্রয়োজন এবং এপ্লিকেশন ফর্ম কোথায় জমা দিতে হবে, অথাৎ এই স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো।
গুরুত্বপূর্ণ বিষয় (Important Points)
- নবান্ন স্কলারশিপ 2022।
- নবান্ন স্কলারশিপে আবেদনের যোগ্যতা। আবেদন পদ্ধতি।
- Nabanna Scholarship 2022
- স্কলারশিপের টাকার পরিমান। প্রয়োজনীয় নথিপত্র।
- অ্যাপ্লিকেশন ফর্ম Download ।
- আবেদনের লাস্ট ডেট।
- হেল্পলাইন নম্বর।
নবান্ন স্কলারশিপ কী?
প্রয়োজনীয় শর্তাবলী
- আবেদনকারী কে অবশ্যই পচিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার (1,20,000)কম হতে হবে।
- যেসব ছাত্রছাত্রীরা বিকাশভবন স্কলারশিপ বা পচিমবঙ্গে সরকারে প্রদত্ত অন্য কোনো স্কলারশিপ এর সুবিধা পাচ্ছে তারা নবান্ন বা উত্তকন্যা স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য নয়।
- এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী কে মাধ্যমিক পাশ করে উচ্চমাধ্যমিকে, উচ্চমাধ্যমিক পাস করে কলজে এবং কলজে পাস করে বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
- উচ্চমাধ্যমিক স্তরে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিকে 65%এর বেশি নম্বর পেতে হবে।
- স্নাতকস্তরে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চমাধ্যমিকে 60%এর বেশি নম্বর পেতে হবে।
- স্নাতকোত্তর স্তরে আবেদনের জন্য শিক্ষার্থীকে কলজে 55% এর বেশি নম্বর পেতে হবে|
- আবেদন কারী কে অবশ্যই পচিমবঙ্গের যেকোনো বোর্ড /কাউন্সিল /কলজের শেষ পরীক্ষার পাস করার পর পচিমবঙ্গের রাজ্যের স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে।
নবান্ন স্কলারশিপের পরিমান
প্রয়োজনীয় নথিপত্র
- নবান্ন স্কলারশিপ এর আবেদন পত্র।
- পূর্ববতী পরীক্ষার পাশের marksheet
- বর্তমান কোর্সর ভর্তির প্রমাণপত্র।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- পরিচয় পত্র (আধার কার্ড /ভোটের কার্ড /রেশন কার্ড )।
- Self declaration From : বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর সহ একটি স্বঘোষণাপত্র।এবং এই ঘোষণাপত্রটিতে বর্তমান কোর্সের বিবরণ,শিক্ষাবর্ষ,সেমিস্টার,অন্যকোনও স্কলারশিপ পেয়েছে কিনা ইত্যাদি উল্লেখ করা থাকবে।
- ইনকাম সার্টিফিকেট : DM /SDO /BDO /joint BDO / Executive Officer In Municipality /Deputy Commissioner of Corporation/ বা Group A কোনো সরকারি অফিসার দ্বারা প্রদত্ত বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
- MLA /MP Recommendation লেটার যেখানে আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় উল্লেখ করা থাকবে।
- ব্যাংকের পাশ বই (প্রথম পৃষ্ঠা )
- JEE Rank Card এর কপি (WBJEE বা সমমানের পরীক্ষার জন্য )
- নিজের mobile Number ও Email Id
- উল্লেখিত সমস্ত নথিগুলো Group A কোনো সরকারি অফিসার দ্বারা Attested করতে হবে।
আবেদন পদ্ধতি
- নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে আবেদনকারীকে প্রথমে এই http://wbcmo.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র টি ডাউনলোড করতে হবে। এছাড়াও আপনারা নিচের দেওয়া লিংকে ক্লিক করে এপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন।
- এপ্লিকেশন ফ্রমটি ডাউনলোড করার পর একটি A4 পেজে প্রিন্টআউট করে নিতে হবে।
- তারপর আবেদনপত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নির্দিষ্ট জায়গায় আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে।
- এরপর আবেদন পত্রের সাথে নিন্মলিখিত নথিগুলি সংযুক্ত করতে হবে।
- self declaration from
- MP/MLA Recommendation letter
- মার্কশীট
- ভর্তির প্রমানপত্র।
- Group A অফিসার দ্বারা প্রাপ্ত আয়ের প্রমান পত্র।
- এবং এরপর আবেদন পত্রটি অফলাইনে নিদিষ্ট ঠিকানায় গিয়ে জমা করতে হবে।
- আবেদনপত্রের মধ্যে কোনো ভুল থাকলে সেটি বাতিল বলে ধরা হবে, তাই আবেদন পত্র টি সঠিক তথ্য দিয়ে পুরণ করা প্রয়োজন।
- মূলত আবেদনকারীর নিজে এবং তার অভিভাবক আবেদনপত্রটি জমা করতে পারবেন। অথবা ছাত্রছাত্রীরা স্পিড পোস্টের মাধ্যমেও আবেদন পত্রটি জমা করতে পারেন তবে সেইক্ষেত্রে বৃত্তিটি পাওয়ার সম্ভাবনা খুবই কম।
- নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়ার পর প্রমান হিসাবে একটি receive copy দিবে যেটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি (status) জানার জন্য কাজে লাগবে।
- Official Website : http://wbcmo.gov.in/
Post a Comment
0 Comments