Swami Vivekananda Scholarship 2022-23: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022-24, আবেদন, স্ট্যাটাস চেক, টাকার পরিমান ও যোগ্যতা। Apply Link
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যোগ্যতা । অনলাইন আবেদন পদ্ধতি। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পুনর্নবীকরণ ।প্রয়োজনীয় নথিপত্র। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক। আবেদনের শেষ তারিখ। হেল্পলাইন নম্বর। Swami Vivekananda Scholarship 2022-23 সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পড়ুন।
Fresh and Renewal Application is started for 2022-23 session(Only for Class XI and Class XII Students). Swami Vivekananda Merit-cum-Means Scholarship.
তোমরা কী Swami Vivekananda Scholarship 2022-23 এ আবেদন ও যোগ্যতা বা আবেদন করার পর "স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক" কিংবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়? ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানবো বাংলা'তে।
হাইলাইটস All Main Points
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী?
- স্বামীবিবেকানন্দ বৃত্তির(স্কলারশিপ) বিশদ বিবরণ
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের যোগ্যতা
- স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস বৃত্তির টাকার পরিমান
- প্রয়োজনীয় নথিপত্র
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022 অনলাইনে আবেদন পদ্ধতি
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক
- Renewal করার পদ্ধতি
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Date / Last date
- হেল্পলাইন নম্বর
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022-23 : Swami Vivekananda Scholarship, West Bengal
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী?
Details of Swami Vivekananda Scholarship (স্বামী বিবেকানন্দ বৃত্তির বিশদ বিবরণ )
SC/ST/OBC ছাত্র/ছাত্রীদের জন্য স্কলারশিপ ২০২২ সবাই পাবে এক্ষণই আবেদন করুন।
এখনই আবেদন করুন UGC-র স্কলারশিপের জন্য, হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ টাকার পরিমান:-
- আবেদনকারী কে অবশ্যই পচিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- পরিবারের বার্ষিক আয় 2,50,00 টাকার কম হতে হবে।
- পচিমবঙ্গ সরকার থেকে অন্য কোনো বৃত্তির জন্য আবেদন করে থাকলে, এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক/উচ্চমাধ্যমিক স্তর : উচ্চ মাধ্যমিক স্তরে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় 60% নাম্বার থাকতে হবে।
- স্নাতকস্তর: স্নাতকস্তরে (অনার্স /নার্সিং /ইঞ্জিনিয়ারিং বা অন্যান ) আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর পেতে হবে।
- স্নাতকোত্তরস্তর: স্নাতক স্তরে কম করে 53%নম্বর থাকতে হবে, আবেদন করার জন্য।
- ডিপ্লোমা কোর্স : ডিপ্লোমা (পলিটেনিক বা অন্যান্য ) কোর্স এ আবেদনের জন্য মাধ্যমিকে 60% নম্বর থাকতে হবে।
- কন্যাশ্রী আবেদনকারী k3: k2 এর বৈধ ID থাকতে হবে এবং 43%নম্বর থাকতে হবে।
- M. Phil/Phd: এক্ষত্রে কোনো নিদিষ্ট নম্বর এর প্রয়োজন হয় না।
প্রয়োজনীয় নথিপত্র (Important Documents )
- আবেদন কারীর আধার কার্ড /ভোটের কার্ড /রেশন কার্ড
- ঠিকানার প্রমান পত্র
- শেষ পরীক্ষার Marksheet
- শেষ পরীক্ষার admit card
- B.D.O ইনকাম সার্টিফিকেট
- ব্যাংক এর পাসবই (প্রথম পৃষ্ঠা)
- মাধ্যমিক পরীক্ষার admit কার্ড
- ভর্তির রশিদ
- পাসপোর্ট সাইজের ছবি
Official Website : svmcm.wbhed.gov.in
- ওয়েবসাইটে আসার পর 'Registration' অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে অনেকগুলি ক্যাটাগরি আসবে। সেখান থেকে আবেদনকারীর কোর্সর ওপর ভিত্তি করে একটি Direcetore নির্বাচন করতে হবে।
- এরপর 'Apply for Fresh Application ' অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনি আপনার সব তথ্য (নাম/ ঠিকনা/ বয়স/ বোর্ড/পরীক্ষায় প্রাপ্ত নম্বর ইত্যাদি ) দিয়ে ফর্মটি পুরন করুন । এবং একটি password দিয়ে Registraion অপশনে ক্লিক করুন।
- সফল ভাবে রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইলে একটি OTP আসবে, এবং আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন হলে আপনি আপনার Applicant ID ও Password পেয়ে যাবেন। এই আইডি ও পাসওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে লগইন করার ক্ষেত্রে এটির দরকার পড়ে।
- এরপর আপনাকে SVMCM এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Aplicant login অপশন এ ক্লিক করতে হবে।
- এরপর Edit profile এ ক্লিক করে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপর Save & Continue করতে হবে।
- এরপর আপনার প্রয়োজনীয় Document আপলোড করতে হবে। তারপর আপনার সব তথ্য আরেকবার ভালোভাবে চেক করে আপনার এপ্লিকেশনটি Submit করতে হবে।
Download User Manual PDF : কিভাবে ফর্ম ফিলাপ করবেন তার একটি কপি দেখে নিন।
- স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ Renewal দের আবেদন করার জন্য প্রথমে আপনাকে Official website এ আসতে হবে।
- তারপর আপনাকে 'Renewal Application' অপশন এ ক্লিক করতে হবে।
- এরপর অপনার 'Aplicant id ও Padsword' দিয়ে লগইন করতে হবে।
- এরপর আপনার যাবতীয় তথ্য গুলি পুরণ করে আপনার প্রয়োজনীয় নথি গুলো Upload করতে হবে।
- এরপর আপনার আবেদন পত্রটি submit করতে হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক 2022 (Swami Vivekananda scholarship status check )
- স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম অফিসাইলি ওয়েবসাইটটে আসতে হবে।
- তারপর 'Applicant login 'অপশন এ ক্লিক করতে হবে।
- এরপর আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই আপনি আপনার স্কলারশিপ এর বর্তমান অবস্থাটি দেখতে পারবেন।
- সবকিছু আরও বিস্তারিত ভাবে দেখতে 'Track Application' অপশন এ ক্লিক করতে পারেন।
- স্বামী বিবেকানন্দ স্কুলোরশিপ লাস্ট ডেট 2022 (last date of svmcm scholarship)
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লাস্ট ডেট, 2022 এর অনলাইন আবেদনের শেষ তারিখ হলো 30 জুন 2022।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর হেল্পলাইন নম্বর ( SVMCM Scholarship Helpline number )
স্কলারশিপ নিয়ে কিছু প্রশ্নোত্তর :
কিভাবে আবেদন করবেন এই স্কলারশিপ এর জন্য ?
Fresh and Renewal Application is started for 2022-23 session(Only for Class XI and Class XII Students). Swami Vivekananda Merit-cum-Means Scholarship.
Swami Vivekananda Scholarship : Apply HereIncome Certificate for SVIMC Scholarship : Download Here
Post a Comment
0 Comments