পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ (কারিগরী শিক্ষা বিভাগ)পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হলো, পলিটেকনিকে ভর্তির জন্য পছন্দের তালিকা তৈরি করে ফ্রি পেমেন্ট করার দিন ১ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত বর্ধিত করা হলো,
West Bengal State Council of Technical & Vocational Education and Skill Development (Technical Education Division)
Choice filling for admission in Polytechnics is extended until 5PM Tomorrow (1st July). Allotment result will be published on 2nd July.
সমস্ত শিক্ষার্থীরা অপেক্ষায় ছিল যে জুলাইয়ের এক তারিখে তাদের প্রথম রাউন্ডের ফলাফল বা অ্যালটমেন্ট লেটার প্রকাশ করা হবে, পছন্দের তালিকা অনুযায়ী তাদের আসন বরাদ্দ করা হবে।
কিন্তু কারিগরি ভবনের তরফ থেকে প্রকাশ হওয়ার শেষ তথ্য অনুযায়ী, এখনো অনেক পরীক্ষার্থী তাদের তা সম্পূর্ণ করে ফ্রি পেমেন্ট করতে পারেনি তার দরুন এই সময়কাল আগামীকাল অর্থাৎ ১ জুলাইয়ের বিকাল পাঁচটা পর্যন্ত।
এখনো পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা নিজেদের পছন্দের তালিকা তৈরি করে ৫০০ টাকা পেমেন্ট করেনি , সেই সমস্ত পড়ুয়াদের অনুরোধ করা হচ্ছে নিজেদের কাউন্সেলিং প্রসেসটি সম্পন্ন করে ৫০০ টাকা পেমেন্ট করার জন্য, ইতিমধ্যে কারিগরি ভবনের তরফ থেকে সমস্ত পড়ুয়াদের মেসেজের মাধ্যমে এই বিষয়টি জানানো হয়েছে।
অতঃপর এটাও জানানো হয়েছে প্রথম রাউন্ডের ফলাফল প্রকাশ করা হবে দুই তারিখে।
Post a Comment
0 Comments