Type Here to Get Search Results !
Join Our Telegram Group

MAKAUT Published New Notice For Even Sem. Back Paper || Evem Sem. Back paper পরীক্ষা নিয়ে মাকাউটের এর গুরুত্বপূর্ণ নোটিশ

 MAKAUT,WB - Maulana Abul Kalam Azad University of Technology, West Bengal

Published New Notice from regarding the Even Semester Back paper Exam of the intermediate semesters students of 2019-20. As per the notice the exam would be scheduled in the first week of May for those who had filled up the backlog exam forms of Even Semester 2019-20.

Students must appear in the mock exam, which will be conducted by the University  on 29.04.2021 and 30.04.2021 positively to become familiar with the exam process.

MAKAUT,WB - Maulana Abul Kalam Azad University of Technology, West Bengal

পশ্চিমবঙ্গের অন্যতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির পক্ষ থেকে সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সমস্ত Even

Semester Back paper  পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে।

2019-20 সালের ইন্টারমিডিয়েট সেমিস্টার শিক্ষার্থীদের ইভেন সেমিস্টার ব্যাক পেপার পরীক্ষার বিষয়ে সিওই, মাকাউটের কাছ থেকে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে, মে মাসের প্রথম সপ্তাহে পরীক্ষাগুলি যারা তাদের এমনকি সেমিস্টার 2019-20 এর ব্যাকলগ পরীক্ষার ফর্ম পূরণ করেছিল তাদের জন্য নির্ধারিত হবে।

এই বিজ্ঞপ্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বারা ছাত্রছাত্রীদের নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর ডিসপ্লের মধ্যে কোশ্চেন পেপার দেখতে পাওয়ার সুবিধা দেওয়া হবে, কিন্তু এই কোশ্চেন পেপার এর কোন পিডিএফ প্রিন্ট আউট তারা করতে পারবেনা। ছাত্র-ছাত্রীরা নিজেদের বাড়িতে থেকে বা উপযুক্ত স্থানে বসে পেন এবং পেপার মাধ্যমে উত্তরপত্র সম্পূর্ণ করতে পারবে সর্বোচ্চ ৩ ঘন্টা স ম য় দেওয়া হবে। 
তিন ঘন্টা সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের A-4 সাইজের পেজের মধ্যে সর্বোচ্চ 32 টি পাতা ব্যবহার করে (Maximum 32 Pages) এবং এই পাতার মধ্যে উত্তর লেখার পর একটি মাত্র পিডিএফ(1pdf file)  ফাইলে করে নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে বিশ্ববিদ্যালয়ের portal উত্তরপত্র আপলোড করতে হবে।  উত্তরপত্র আপলোড করার জন্য অতিরিক্ত 15 মিনিট সময় দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
সমগ্র পরীক্ষা পরবর্তী চলাকালীন ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টালের সাথে সরাসরি সংযুক্ত হয়ে থাকবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বারা ছাত্রছাত্রীদের ওপর নজরদারি রাখা হবে।
যেকোনো ধরনের অপ্রত্যাশিত কোন ঘটনা যেমন চিটিং করার চেষ্টা করলে সরাসরি রেজিস্ট্রারের মোবাইল নাম্বারে ফোন কল এবং ম্যাসেজ এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ওয়ানিং দেওয়া হবে প্রয়োজন পরলে answersheet খাতাও ক্যানসেল করে দিতে পারে। 

ছাত্র-ছাত্রীরা নিজেদের বাড়িতে থেকেই পেন- পেপার এর মাধ্যমে উত্তর পত্র তৈরি করবে এবং সেই উত্তরপত্র স্ক্যান করে একটি পিডিএফ ফাইলের মধ্যে করে নিজেদের স্টুডেন্ট আইডি দিয়ে লগইন করার পর বিশ্ববিদ্যালয়ের পোর্টালে আপলোড করতে হবে আপলোড করা উত্তরপত্রের হার্ডকপি নিজস্ব কলেজে সাবমিট করতে হবে। এখানে একটি বিষয় সমস্ত ছাত্র-ছাত্রীদের জানিয়ে রাখছি অনলাইনে সাবমিট করা উত্তরপত্রের হার্ডকপি কলেজ কর্তৃপক্ষকে সাবমিট করার সময় ছাত্রছাত্রীরা সেই হার্ডকপি কোন রকম পরিবর্তন করলে এ বিষয়ে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে, সে ক্ষেত্রে সম্পূর্ণ পরীক্ষার রেজাল্ট ক্যান্সেল করে দেওয়া হবে।

এই সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থীর অসুবিধা থাকে সে ক্ষেত্রে, সেই শিক্ষার্থীকে নিজস্ব কলেজের সাথে যোগাযোগ করার উপদেশ দেওয়া হয়েছে এই নোটিশের মাধ্যমে।




শিক্ষার্থীদের অবশ্যই মক পরীক্ষায় অংশ নিতে হবে, যা পরীক্ষার প্রক্রিয়াটির সাথে পরিচিত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক ২৯.০৪.২০১২ এবং ৩০.০৪.২০১২ পজিটিভলি অনুষ্ঠিত হবে।
এটি সংশ্লিষ্ট সকলের জন্য তথ্য যে যথাযথ অনুমোদনের বিভিন্নতা কর্তৃক কোভিড -১  মহামারীর তীব্রতার বিবেচনায় রেখে এমনকি 2019-9-২০১৮ সমাবরের মধ্যবর্তী সেমিস্টারের সকল ব্যাক পেপার প্রার্থীদের জন্য ফলাফলের মূল্যায়ন ও ফলাফল প্রকাশের ক্ষেত্রে নিম্নলিখিত সিদ্ধান্ত এবং প্রক্রিয়াগুলি করা হয়। 

1. The examinations would be a pen and paper examinations of full marks 70 as per existing end semester pattern of the University. 

2. Students would appear in the examinations from their home/ suitable place, with proper ambience of examination and proper internet connectivity through the link available in the login.

 3. The question paper would be available on screen (not downloadable) in the login of thestudents and they need to write answer in A4 size paper (maximum 32 pages including cover page) in 3 hour duration. After completing examination or 3 hour duration, students would scan the answer scripts in a single pdf file with cover page at the page 1. Page 2 onwards would be the pages containing answers. The scanned pdf file would be uploaded in the University examination portal through their login. There would be confirmation step regarding number of pages and correctness of the file uploaded before final submission. Additional 15 minutes would be given for scanning and file uploading purpose.


 4. The invigilation of the examinations would be done through the colleges concerned and login for the purpose would be distributed to the colleges to engage faculty members for this purpose. The faculty invigilators would also be able to perform the duty from their home/suitable place with proper internet connectivity. 

5. During the entire examination, students need to be connected online for the purpose of access of question papers and invigilation. In case of warning/ malpractice cases, invigilator would warn through text message facility available in the online examination system/ phone call through registered mobile number of the students. Invigilators can cancel the examinations in case of malpractice and scripts need to be uploaded for such cases as and when directed by the invigilator, failing which the answer scripts would not be accepted. 

6. Students would join in the examinations preferably with laptop/ desktop with webcam. In case of difficulty regarding devise/ connectivity, they are advised to contact with the colleges concern to resolve the matter well in advance. It is essential to get the visibility of the students and answer scripts during the examination for proper invigilation purpose.

 7. To get the admit card and appear in the examinations, uploading of latest photo and appearing in the mock examination session is compulsory.

এই  সম্পুণ প্রক্রিয়াটির সাথে পরিচিত হওয়ার জন্য, একটি মক পরীক্ষার সেশনের ব্যবস্থা করা হবে 29.04.2021 এবং 30.04.2021। এই Mock test  বাধ্যতামূলকভাবে  সর্বনিম্ন 1 ঘন্টা থাকতে হবে এবং মক পরীক্ষায় সর্বাধিক 2 ঘন্টা  তাদের কভার সহ কমপক্ষে 5 টি পৃষ্ঠা আপলোড করতে হবে.

 সিস্টেমের সাথে ভালভাবে স্বাচ্ছন্দ্যের জন্য পৃষ্ঠা।

এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে : ক্লিক করুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.