Type Here to Get Search Results !
Join Our Telegram Group

কারিগরী ভবনের পক্ষ থেকে সমস্ত 1st Year শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

            (Technical Education Division)
New Notice : 
Guidelines in respect of filling-up of the Online Application Form by the 1st year diploma 
students (REGULAR & CASUAL) of Engineering & Technology/Architecture/MOPM for odd 
semester examinations through “Examination in Online Mode (EiOM)”
(Academic Session 2020-21)

কারিগরি ভবন এর পক্ষ থেকে সমস্ত ফার্স্ট ইয়ারের
 ( Engineering & Technology / Architecture /MOPM) শিক্ষার্থীদের জন্য online EiOM Examination নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ আজকে প্রকাশ করা হলো।  এই বিজ্ঞপ্তির মাধ্যমে সমস্ত প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে তোমাদের অনলাইন পরীক্ষার জন্য 17th May,2021  থেকে অফিশিয়াল ওয়েবপেইজ webscte.co.in অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিলআপ পদ্ধতি সম্পন্ন করতে হবে এবং 200 টাকা Non Refundable Fee প্রদান করতে হবে, সমস্ত রেগুলার এবং ক্যাজুয়াল স্টুডেন্টদের জন্য।  

কিভাবে অনলাইনে Examination Form fill-Up করবে জানতে : ক্লিক করো। 

 ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আরো জানানো হচ্ছে এই প্রক্রিয়াটি সমস্ত প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক।  যদি কোন ছাত্র-ছাত্রী এই প্রক্রিয়াটি 24 শে মে রাত্রি সাড়ে এগারোটার মধ্যে সম্পূর্ণ না করতে পারে, এবং তার অনলাইন এক্সামিনেশন ফি প্রদান না করতে পারে সে ক্ষেত্রে সেই ছাত্রছাত্রীকে কোনভাবেই পরীক্ষা দিতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না।   

যান্ত্রিক ত্রুটির ( Website Technical Error)কারণে যদি কোনো ছাত্রছাত্রী পেমেন্ট সংক্রান্ত(Payment Failed /Pending) কোন ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা এই helpdesk@webscte.co.in এই ইমেইল আইডিতে তাদের সমস্যার কথা জানাতে পারে।

Note: For payment of the fee, students have to select “Mode of Payment” from 
Net Banking, Debit Card, Credit Card or UPI and pay the fee.

• All REGULAR students will have to pay fee of Rs. 200/- (Rupees two
hundred) only.

• All CASUAL students will have to pay fee of Rs. 120/- (Rupees one 
hundred twenty) only.

• Last date for submission of online form and payment of fee by the students
for the “EiOM” is 24th May, 2021 (Up to 11.30 PM).


Downloading of e-Admit Card:

সমস্ত ছাত্র-ছাত্রীরা  E-Admit Card  Doelwnload করতে পারবে  ২৮ শে মে, ২০২১ থেকে। ছাত্র-ছাত্রীরা অফিশিয়াল ওয়েবসাইটে একটি নতুন কলম দেখতে পাবে সেখান থেকে তারা তাদের নিজেদের ব্যক্তিগত ডিটেলস দিয়ে তাদের ই এডমিট কার্ড ডাউনলোড করতে সক্ষম হবে। 

আরো বিস্তারিত তথ্য জানার জন্য এই লিংকে ক্লিক করো : Click Here

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.