জলপাইগুড়ি: প্রায় দু’বছর হতে চলল করোনায় (Corona) জর্জরিত দেশ। যার কারণে থমকে গিয়েছিল স্কুল-কলেজের শিক্ষাব্যবস্থা। বন্ধ ছিল স্কুল-কলেজ। অনলাইনে ক্লাস হলেও তা কতটা প্রভাবশীল সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠিছেল শিক্ষামহলে। এরপর করোনার প্রকোপ কিছুটা কমলে স্কুল খোলার সিদ্ধান্ত নেয়ে সরকার। তবে তা শুধুমাত্র নবম,দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য। কিন্তু এর ঠিক উল্টো চিত্র ধরা পড়ল জলপাইগুড়িতে(Jalpaiguri)। সেখানে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে স্কুল খুলে নেওয়া হচ্ছে পঞ্চম শ্রেণির ক্লাস। শুধু তাই নয় একইসঙ্গে বাহাদুরি দেখিয়ে চলছে টেউশন ক্লাসও। এখন প্রশ্ন উঠছে সরকারি নির্দেশ অমান্য করে কীভাবে এই কাজ করতে পারে স্কুল কর্তৃপক্ষ।
নেই মাস্ক, নেই দূরত্ববিধি, চলছে টিউশন ক্লাস (ছবি - tv9bangla)
জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর অঞ্চলের সদর পশ্চিম মন্ডলের নাউয়া পাড়ায় অবস্থিত ঠুঠাপাকরি প্রাথমিক বিদ্যালয়। সেখানেই রীতিমত বেঞ্চ পেতে পড়তে দেখা গিয়ছে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের। একা ওই সরকারি স্কুলটিকে দোষারোপ করা ভুল হবে। পাল্লা দিয়ে চলছে বেসরকারি স্কুলে পঠন-পাঠনও। অভিযোগ উঠছে, এলাকারই একটি কিন্ডারগার্ডেন স্কুল খুলে তারমধ্যে রমরমিয়ে চলছে টিউশন ক্লাস। নেই কোনও কোভিড বিধি। একই বেঞ্চে বসে রেয়েছে অনেক শিশু। তাদের কারও মুখে নেই মাস্ক, নেই কোনও সামাজিক দূরত্ব।
এরপর গতকাল ওই প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠে। এতেই পড়ে যায় শোরগোল। জানাজানি হয়ে যায় গোটা এলাকায়। এমন খবর সামনে আসতেই নড়েচড়ে বসে প্রাথমিক শিক্ষা সংসদ। স্কুল ইন্সপেক্টরকে তদন্তের নির্দেশ দেবার পাশাপাশি প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লক্ষ মোহন রায়। বলেন, “সরকারের তরফে প্রাথমিক বিভাগ তো দূ্রের কথা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল খোলার কোনও নির্দেশ আসেনি। কিন্তু এরপরও কোনও স্কুল যদি খুলে থাকে অতি উৎসাহে সেটি নিশ্চয় সরকারি নীতি অমান্য করছে। সংবাদমাধ্যম থেকে খবর পেয়ে আমি এসআইকে সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়েছি। সরকারি বা বেসরকারি প্রতিটি বিষয়ই আমরা তদন্ত করে দেখব। কারণ করোনা এখনও কমেনি। তাই প্রত্যেকের সচেতনতা এখনও কাম্য। এইরকম যদি কিছু হয়ে থাকে তার ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।”
এদিকে, সংবাদমাধ্যমের ক্যামেরা দেখতেই রীতিমত অপ্রস্তুতে পড়ে যান টিউশন ক্লাসের শিক্ষিকা। যদিও তিনি স্বীকার করে নেন যে ক্লাস চলছিল। তবে ক্যামেরার সামনে বেশিকিছু বলে উঠতে চাননি তিনি।
Post a Comment
0 Comments