Type Here to Get Search Results !
Join Our Telegram Group

Swami Vivekananda Scholarship 2022 Online Application – SVMCM || Apply Now

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তর প্রতিবছর মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের স্কলারশীপ প্রদান করে থাকে। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত এই স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপ (Swami Vivekananda Merit cum Means Scholarship)।যে সমস্ত ছাত্র-ছাত্রী এই বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাস করে নতুন কোর্সে ভর্তি হয়েছে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপ

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

এই স্কলারশিপের অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত প্রয়োজনীয় যোগ্যতা গুলি মেনে চলতে হবে।

১. আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে তবেই সে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

২. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩. যে সমস্ত ছাত্র-ছাত্রী 2021 সালে পরীক্ষায় পাশ করে নতুন কোর্সে ভর্তি হয়েছে তারাই কেবল মাত্র স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

৪. নিচে কোর্স অনুযায়ী সর্বনিম্ন নাম্বারের তালিকা দেওয়া হলো। কেবলমাত্র এই নাম্বার বা এর থেকে বেশী নাম্বার থাকলে তবেই আবেদন করা যাবে। 

 

বর্তমান কোর্সপ্রয়োজনীয় নাম্বারস্কলারশিপ
উচ্চমাধ্যমিক (XI+XII)মাধ্যমিকে 60% নাম্বারপ্রতি মাসে 1000 টাকা
Undergraduate (Engineering / Medical/ Honours /GNM / Para-medical)উচ্চমাধ্যমিকে 60% নাম্বারপ্রতি মাসে 1000 থেকে 5000 টাকা
ডিপ্লোমা (পলিটেকনিক)মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে 60% নাম্বারপ্রতি মাসে 1500 টাকা
PostgraduationUG কোর্সে 53% নাম্বারপ্রতি মাসে 2000 থেকে 5000 টাকা


উপরে উল্লেখিত প্রয়োজনীয় যোগ্যতা গুলি অনুযায়ী ছাত্র/ছাত্রীরা স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি

**পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি নিচে আলোচনা করা হলো:

ধাপ-১ : সবার প্রথমে আবেদনকারীকে স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অনলাইন ওয়েব সাইটে যেতে হবে, www.svmcm.wbhed.gov.in এবং এই ওয়েবসাইটে আসার পর ‘Register Here’ অপশনে ক্লিক করতে হবে।[Fig-1]

Step-1

Fig-1

ধাপ-২ : এই লিংকে ক্লিক করার পর, স্কলারশিপ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরের পেজে খুলে যাবে। ভালো করে ওই তথ্যগুলি পড়ে, Tick Box-এ টিক দিয়ে ‘Proceed for Registration‘ বটনে ক্লিক করতে হবে। এবং তোমরা যদি অফিসিয়াল মেনুয়াল টি দেখতে চাও তাহলে 'Download User Manual' বটনে ক্লিক করে ডাউনলোড করতে পারো। [Fig-2]

Step-2

Fig-2

ধাপ-৩ : উপযুক্ত অধিদপ্তর চয়ন করুন এবং তারপরে ‘Apply for Fresh Application‘-অপশনে ক্লিক করুন।[Fig-3]

Step-3

Fig-3

ধাপ-৪ Online Registration:

ফ্রেশ আবেদনের জন্য Registration ফর্মটি পূরণ করুন। এখানে বেশ কিছু প্রাথমিক তথ্য (যোগ্যতার নাম, বোর্ড এর নাম, যোগ্যতা পরীক্ষার বছর, নাম, মোবাইল নং, ইমেল ইত্যাদি) দিয়ে স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এই সময় আবেদনকারীকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেটা পরবর্তীকালে লগইন করার সময় কাজে লাগবে। তারপরে Register-এর বোতামে ক্লিক করতে হবে। [Fig-4,Fig-5,Fig-6]

Fig-4

Fig-5

Fig-6

Kanyashree (K3) Application Process

কন্যাশ্রী (K3) আবেদনের আওতায় নিবন্ধের জন্য আবেদনকারীদের পূর্ববর্তী কন্যাশ্রী বিশদটি প্রমাণীকরণ করতে হবে[Fig-7,Fig-8,Fig-9,Fig-10]

Fig-7

Fig-8


Fig-9


Fig-10

ধাপ-৫ : সফলভাবে রেজিস্ট্রেশনের পর, আবেদনকারী একটি ‘Application ID’ পাবে। যার সাহায্যে সে অনলাইন লগইন করতে পারবে। এই Application ID টি লিখে রাখতে হবে, পরবর্তী ক্ষেত্রে ব্যবহারের জন্য।
Swami Vivekananda Merit-cum-Means

ধাপ-৬ : এরপর আবেদনকারীকে Application ID এবং Password দিয়ে লগইন করতে হবে এবং Dashboard-এ ‘Edit Profile/Application‘ অপশনে ক্লিক করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পুর্ণ করার জন্য।
Swami Vivekananda Merit-cum-Means

ধাপ-৭ : এখন অনলাইন আবেদন ফর্মটি সঠিকভাবে সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং আবেদনকারীর স্ক্যান করা ছবি ও সই ওয়েবসাইটে আপলোড করতে হবে। এরপর ‘Save & Next‘ বটনে ক্লিক করে পরবর্তী অংশে যেতে হবে।
Swami Vivekananda Merit-cum-Means
ধাপ-৮ : এই ধাপে আবেদনকারীকে বেশ কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এই ডকুমেন্ট গুলি হলো –
  • শেষ পরীক্ষার মার্কশিট এর উভয় দিক
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • শেষ পরীক্ষার অ্যাডমিট কার্ড
  • ইনকাম সার্টিফিকেট
  • আধার/রেশন/ভোটার কার্ড
  • ব্যাংকের পাশ বই-এর প্রথম পাতা।
  • ভর্তি রসিদ
এই সমস্ত ডকুমেন্ট PDF ফরম্যাটে আপলোড করে ‘Submit Application‘ অপশনে ক্লিক করতে হবে।
Swami Vivekananda Merit-cum-Means

ধাপ-৯ : এখন আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য অনলাইনে সেভ হয়ে গেছে। এই সমস্ত তথ্য আর একবার ভালো করে দেখে নিয়ে ‘Finalize Application‘ অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আবেদনকারী আর কোন তথ্য edit করতে পারবে না।
svmcm finalized
এই স্কলারশিপের সম্পূর্ণ আবেদন পদ্ধতি অনলাইনে। তাই অনলাইনে আবেদন করার পর কোন ডকুমেন্ট কোথাও জমা দিতে হবে না। পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি শেষ। এখন আবেদনকারী ড্যাশবোর্ডে নিজের আবেদনের স্ট্যাটাস দেখতে পারবে।
গুরুত্বপূর্ণ তারিখ

পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের অনলাইন আবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ এখানে দেওয়া হলো।
  • 2021 সালের জন্য নতুন ও Renewal আবেদন: নভেম্বর 2021 থেকে
  • অনলাইন আবেদনর শেষ তারিখ: ফেব্রুয়ারী 2022
  • Renewal আবেদনের শেষ তারিখ: মার্চ 2022
স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের Renewal আবেদন

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপের Renewal আবেদন এর জন্য ছাত্র-ছাত্রীদের Application ID ও Password (গত বছর অনলাইন আবেদনের সময় প্রাপ্ত) দিয়ে www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর উপরে উল্লেখিত ধাপগুলি অনুযায়ী Renewal আবেদন করতে হবে।
 
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চমাধ্যমিক কোর্সে (Class XI), গ্রাজুয়েশনের প্রথম বছরে অথবা পলিটেকনিকের প্রথম বছরে 60% নাম্বার পেয়েছে তারা এই স্কলারশিপ Renewal করার যোগ্য। পোস্টগ্রাজুয়েট (PG) কোর্সের জন্য সর্বনিম্ন 50% নাম্বার প্রথম বছর পেতে হবে, তবেই পরের বছরের জন্য Renewal আবেদন করা যাবে।

SVMCM স্কলারশিপের অনলাইন Renewal আবেদনের সময় আবেদনকারীকে শেষ স্কুল/কলেজ/ইউনিভার্সিটি পরীক্ষার মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে। যদি সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হয় তাহলে দুটি সেমিস্টারের মার্কশিট একসাথে স্ক্যান করে আবেদন করতে হবে। যেমন, (1st সেমিস্টার + 2nd সেমিস্টার) মার্কশিট দ্বিতীয় বর্ষে Renewal আবেদনের জন্য।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.