Type Here to Get Search Results !
Join Our Telegram Group

HS Exam Result – এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা।

HS Exam Result – এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা।

রাজ্য তথা সারা দেশে চলছে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা (HS Exam Result)। আর পরীক্ষা চলাকালীন পড়ুয়াদের জন্য দারুন ঘোষণা করলো সরকার। এবারের উচ্চ মাধ্যমিকে যে সমস্ত পরীক্ষার্থী পাশ করবে, সকলের জন্য এই সুবিধা।

পড়ুয়াদের উচ্চ শিক্ষার কথা ভেবে এবার নব পথে পাড়ি দিল ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’ (UGC)। এই নতুন পথের সূচনা পড়ুয়াদের জীবনে ও শিক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায় বলা যেতে পারে (HS Exam Result)।

অতিমারির কারণে বিগত দু বছরে ব্যাহত হয়েছে পড়াশোনা এবং তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ছাত্রছাত্রী। কারণ সবার পক্ষে অনলাইনে পড়া সম্ভব হয়নি। সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় এবার আগের পরে ফিরে আসছে শিক্ষা ব্যবস্থা ও। HS Exam Result

উচ্চ শিক্ষার কথা ভেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দুটি কোর্স একসাথে করার অনুমতি দিলেন পড়ুয়াদের। তবে মানতে হবে কিছু শর্ত তবেই তারা এই সুযোগটি পাবে। বিগত বছরে এই বিষয় নিয়ে কিছু কথা শোনা গেলেও তা প্রকাশ্যে আনতে চায়নি বিশ্ববিদ্যালয়ের কমিশন। কারণ এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু টা সময় চান।

গত ১২ই এপ্রিল সব ধোঁয়াশা কাটিয়ে এবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন এই ব্যাপারে (UGC New Rules)।

একই সঙ্গে দুটি কোর্স অর্থাৎ ডিগ্রি এবং সার্টিফিকেটের কোর্স করতে পারবে পড়ুয়ারা। ইউজিসি-র চেয়ারম্যান জগদীশ কুমার মঙ্গলবার এ সংক্রান্ত ঘোষণা করে বলেন, ‘‘দুটি পাঠক্রমের ক্ষেত্রেই সংশ্লিষ্ট পড়ুয়া দু’টি নিয়মিত ক্লাস, একটি নিয়মিত এবং একটি অনলাইন ক্লাস বা দু’টি অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশোনার সুযোগ পাবেন’’ (UGC New Rules)।

বিশ্ববিদ্যালযয়ের কর্ণধার জানান যে, একই বিষয়ের ওপর দুটি কোর্স করা যাবে না। দুটি বিষয় ভিন্ন হওয়া বাধ্যতামূলক। এবং একই সঙ্গে UGC অনুমোদিত দুটি কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে হবে ( UGC New Rules)। সুতরাং এবারের পরীক্ষায় পাশ (HS Exam Result) করলেই এই সুযোগ পাবে পড়ুয়ারা। এই বিষয়ে আপনার কি মত, নিচে কমেন্ট করে জানাতে পারেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.