Type Here to Get Search Results !
Join Our Telegram Group

রাজ্যের সমস্ত সংখ্যালঘু স্কুল কলেজ পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা, একাউন্টে ঢুকবে নগদ 60000 টাকা – Aikyashree Scholarship 2022.

রাজ্যের সমস্ত সংখ্যালঘু স্কুল কলেজ পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা, একাউন্টে ঢুকবে নগদ 60000 টাকা – Aikyashree Scholarship 2022.

Aikyashree Scholarship 2022



60 হাজার টাকা পর্যন্ত পাবেন রাজ্যের সংখ্যালঘু পড়ুয়ারা, Aikyashree Scholarship 2022 এ কিভাবে আবেদন করবেন, জেনে নিন।
এবার সমস্ত সংখ্যালঘু পড়ুয়াদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিরাট সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। আর্থিক ভাবে পিছিয়ে পড়ায় পড়াশোনায় সহযোগিতা করার জন্য Aikyashree Scholarship 2022 প্রকল্পের মত একাধিক কর্মসূচির রূপায়ণ করেছে পশ্চিমবঙ্গ সরকার।


সমস্ত সম্প্রদায়ের পড়ুয়াদের জন্যই সরকারের পক্ষ থেকে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনোভাবেই কোনো সম্প্রদায়ের পড়ুয়ারাই এই সুযোগ থেকে বঞ্চিত না হন। এদিকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন এবং বিত্ত নিগমের পরিচালনায় সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য এক নতুন স্কলারশিপ এর বন্দোবস্ত করা হয়েছে। এই স্কলারশিপ এর মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি, এবং শিখ সাম্প্রদায়ের পড়ুয়ারা উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আর্থিক সুবিধা পাবেন।



সমস্ত সম্প্রদায়ের পড়ুয়াদের জন্যই সরকারের পক্ষ থেকে স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। যাতে কোনোভাবেই কোনো সম্প্রদায়ের পড়ুয়ারাই এই সুযোগ থেকে বঞ্চিত না হন। এদিকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন এবং বিত্ত নিগমের পরিচালনায় সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য এক নতুন স্কলারশিপ এর বন্দোবস্ত করা হয়েছে। এই স্কলারশিপ এর মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি, এবং শিখ সাম্প্রদায়ের পড়ুয়ারা উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আর্থিক সুবিধা পাবেন।


সরকার যে স্কলারশিপটি সংখ্যালঘু পড়ুয়াদের জন্য দিচ্ছে, তার নাম ঐক্যশ্রী স্কলারশিপ Aikyashree Scholarship 2022-23
ঐক্যশ্রী স্কলারশিপ ক্লাস 1 থেকে শুরু করে Phd কোর্স পর্যন্ত পড়ুয়ারা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি যে কোনো ধরনের Technical কোর্সের জন্যেও পড়ুয়ারা আবেদন করতে পারবেন।


Aikyashree Scholarship 2022 মূলত 4টি বিভাগে রয়েছে:

১) Pre Matric Scholarship — ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত
২) Post Matric Scholarship — ক্লাস 11 থেকে শুরু করে Phd কোর্সের পড়ুয়াদের জন্য
৩) Merit cum Means Scholarship — পেশাদারী এবং কারিগরি কোর্সের জন্য
৪) অন্যান্য স্কলারশিপ– SVMCM.




ঐক্যশ্রী স্কলারশিপ 2022-23 আবেদনের যোগ্যতা:
  • এই স্কলারশিপে আবেদন করতে হলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

  • ক্লাস ওয়ান ছাড়া সমস্ত ক্ষেত্রেই কমপক্ষে 50 শতাংশ নম্বর প্রাপ্ত পড়ুয়ারাই আবেদন করতে পারবেন।

  • প্রাক মাধ্যমিক এবং মাধ্যমিকের পরে আবেদন করার জন্য বার্ষিক পারিবারিক আয়ের সর্বোচ্চ সীমা দুই লক্ষ টাকা এবং মেরিট কাম মিন্সের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা হতে হবে।

  • পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠানেই পড়াশোনা করতে হবে।

  • সমস্ত পড়ুয়াদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে। প্রাক মাধ্যমিকের ক্ষেত্রে অভিভাবকদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করা যাবে।

  • একটি মোবাইল নম্বর দিয়েই আবেদন করতে হবে।

  • Aikyashree Scholarship 2022 এর আবেদন পত্রের প্রিন্ট আউট সহ ব্যাংক পাস বইয়ের ফটোকপি নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে হবে।

  • একজন পড়ুয়া একটিমাত্র স্কলারশিপে আবেদন করার যোগ্য।




Aikyashree Scholarship 2022 স্কলারশিপে কোন ক্লাসে কত টাকা দেওয়া হবে:
  • ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ুয়াদের জন্য 1100 টাকা দেওয়া হবে।

  • ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের 1100 টাকা সঙ্গে ভর্তি ফি + টিউশন ফি এডমিশনের সময় যেটা নেওয়া হয়েছে সেটা দেওয়া হবে।

  • যারা হোস্টেলে থেকে পড়াশোনা করবে তাদের জন্য 6600 টাকা এবং ভর্তি ফি এবং টিউশন ফি যেটা নেওয়া হয়েছে সেটা।
  • Aikyashree Scholarship 2022 এ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এর ছাত্র-ছাত্রীদের আড়াই হাজার টাকা দেওয়া হবে। সঙ্গে ভর্তি ফি এবং টিউশন ফি যেটা নেওয়া হয়েছে সেটা দেওয়া হবে।

  • যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছে তাদের 4200 টাকা এবং ভর্তি ফি + টিউশন ফি দেওয়া হবে।

আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে:
  • আবেদন করার কপি
  • ব্যাংক অ্যাকাউন্টের পাস বই
  • আধার কার্ড
  • ইনকাম সার্টিফিকেট
  • শেষ পরীক্ষার মার্কশিট
  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)


ঐক্যশ্রী স্কলারশিপ 2022-23 আবেদন পদ্ধতি:
Aikyashree Scholarship 2022 একমাত্র অনলাইন মোডেই আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি এবার দেখে নেওয়া যাক।
এবং যে ইনকাম সার্টিফিকেট তোমরা এখানে আপলোড করবে সেই ইনকাম সার্টিফিকেট অবশ্যই গ্রুপে অফিসার এর দ্বারা তৈরি করা হতে হবে। 


প্রথমে ঐক্যশ্রী স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট wbmdscscholarship.org-তে আসতে হবে।
এবার Student Area-তে Click করতে হবে।
Fresh Registration 2022-23 এ ক্লিক করুন।


নাম, ঠিকানা, মোবাইল নম্বর, বার্থডেট, প্রাপ্ত পরীক্ষার নম্বর বসিয়ে আবেদন করতে হবে।
আবেদন হয়ে গেলে প্রিন্ট কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে ডকুমেন্টস সহ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিয়ে আসতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ আপাতত ১৫ই অক্টোবর। পরে তা বাড়তে পারে।
Aikyashree Scholarship 2022 এর হেল্পলাইন টোল ফ্রি নম্বর হলো 18001202130. যেকোনো কাজের দিবসে অফিস টাইমে ফোন করতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন  

এই স্কলারশিপের আবেদন করার সময় বেশ কিছু বিষয়ে তোমাদেরকে মাথায় রাখতে হবে যেমন, 
অন্য কোনো রাজ্যের পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু পড়ুবাদের উন্নতির জন্যই এই স্কলারশিপের ব্যবস্থা। 12 হাজার টাকা থেকে শুরু করে 60 হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হবে এই স্কলারশিপে।

তোমাদের সকলের কাছে একটা দারুণ সুযোগ রয়েছে তো এই সুযোগটি তোমরা হাতছাড়া করো না যত তাড়াতাড়ি সম্ভব এই স্কলারশিপের জন্য তোমরা বলা নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করো আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করো।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.