LIC Scholarship 2022 - পাবেন 20 হাজার টাকা || LIC এর নতুন স্কলারশিপ || কিভাবে আবেদন করুন
স্কলারশিপটির নাম : LIC HFL Vidyadhan Scholarship 2022
ভারতীয় জীবন বীমা নিগম স্কুল কলেজের পড়ুয়াদের জন্য বৃত্তিমুলক কর্মসূচী চালু করেছে, যার পোশাকি নাম HFL Vidyadhan LIC Scholarship 2022. এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন, কারা আবেদনের যোগ্য, কত টাকা পাবেন, সমস্ত কিছু নিয়ে রইলো বিস্তারিত তথ্য।
LIC Scholarship 2022 কি?
আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়ারা যাতে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন সেই কারণে বিভিন্ন ধরনের স্কলারশিপের বন্দোবস্ত রয়েছে। সরকারি, বেসরকারি উভয় ক্ষেত্রেই এই ধরনের একাধিক স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। যাতে নিম্ন আয়ভুক্ত পরিবারের ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হন। এমনকি বিদেশে গিয়েও এই স্কলারশিপের মাধ্যমে পড়াশোনা করতে পারেন।
LIC-র হাউসিং ফিনান্স লিমিটেড এর পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে এই স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়েছে। এই স্কলারশিপ এর মাধ্যমে পড়ুয়াদের আর্থিক সাহায্য করা হয়ে থাকে। যাতে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে।
স্কলারশিপের পরিমান
এলআইসি এইচএফ এল বিদ্যাধন স্কলারশিপে (LIC Scholarship) প্রত্যেক পড়ুয়াকে ২ বছর বার্ষিক ২০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়ে থাকে।
আবেদনের যোগ্যতা:
- দশম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত যেকোনো পড়ুয়া এই স্কলারশিপে আবেদন করতে পারবেন।
- যেকোনো ভারতীয় পড়ুয়ারাই আবেদন করতে পারবেন।
- আগের পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
- ২০২২- ২৩ শিক্ষাবর্ষে যারা স্নাতকোত্তর স্তরে পড়ছে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ ৬০ হাজার টাকার বেশি হলে এই স্কলারশিপ পাওয়া যাবে না।
আবেদন প্রক্রিয়া
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে। তারপর আবেদনকারীর ইমেইল আইডি এবং মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে আপলোড করে সাবমিট করতে হবে। সে ক্ষেত্রে পুরোপুরি অনলাইনেই আবেদন করতে হবে।
LIC Scholarship 2022 : আবেদন করুন
আবেদনের সময়সীমা
এই স্কলারশিপে পড়ুয়ারা ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
Post a Comment
0 Comments