Type Here to Get Search Results !
Join Our Telegram Group

কারিগরি ভবন থেকে প্রকাশিত হল দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষার বিজ্ঞপ্তি। ।। জেনে নিন বিস্তারিত তথ্য।

কারিগরি ভবন থেকে প্রকাশিত হল দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষার বিজ্ঞপ্তি। ।। জেনে নিন বিস্তারিত তথ্য। 


কারিগরি ভবন থেকে প্রতিটি শিক্ষা প্রতিস্থানে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষার জানানো হলো নতুন নিয়ম ।  দ্বিতীয় ও চতুর্থ সেমিস্তারের সম্ভাব্য তারিখ ২১ শে নভেম্বর থেকে ৩০ শে নভেম্বর। 


8

  1. প্রতিটি পলিটেকনিক পরীক্ষা কেন্দ্রে সিল করা প্রশ্নপত্র পাঠানো হবে ১৮ নভেম্বর। কলেজের অধ্যক্ষ বা দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ যেন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখেন এই সিল করা প্রশ্নপত্র গ্রহণ করার জন্য এবং নিকটবর্তী পুলিশ স্টেশনে সেগুলো জমা রাখবে। এটা অবশ্যই জানানো হচ্ছে এই সময়ে কলেজের অধ্যক্ষ বা দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ যেন উপস্থিত থাকেন। আলমারির চাবি ও ঘরের চাবি যেন আলাদাভাবে রাখা হয় এবং কলেজের অধ্যক্ষ বা দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ এর দায়িত্বে থাকবে।

  2. সিল করা প্রশ্নপত্রের বাক্স গুলো সুরক্ষিত রাখা হবে। প্রশ্নপত্রের বাক্স গুলি যাচাই করার সময় পুরোটা ভিডিও করা হবে। ভিতরে প্রশ্নপত্র গুলি সবগুলি ঠিক আছে কিনা সেটা যাচাই করতে হবে। পুরো ব্যাপারটা ভিডিও করা হবে। যদি কোন সমস্যা থাকে তাহলে সেটা কাউন্সিলকে জানাতে হবে।

  3. প্রতিটি ছাত্র ও শিক্ষক , কর্মচারী কোভিড 19 সর্তকতা বলি মেনে চলবে। মাছ ছাড়া কলেজ ক্যাম্পাসে ঢোকা যাবে না। প্রতিটি ছাত্র যেন পরীক্ষা কেন্দ্রে স্যানিটাইজার ব্যবহার করে।

  4.  প্রতিটি পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ছাত্রদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করতে হবে। সেই ঘরটি পরীক্ষা শুরুর আগে ও পরে প্রতিদিন পরিষ্কার করতে হবে। অসুস্থ পরীক্ষার্থীদের উত্তরপত্র প্রতিদিন স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে।

  5. ফাকা উত্তরপত্র এবং অতিরিক্ত পাতা সিল করা অবস্থায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পাঠানো হবে।

  6.  পরীক্ষার পরীক্ষার সময় আড়াই ঘন্টা

  7.  একটি ঘরে ৩০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে এবং অবশ্যই কোভিড ১৯ সর্তকতা বলি মেনে চলতে হবে। একটি পরীক্ষা কেন্দ্রের একটি ঘরে দুজন করে পরীক্ষক থাকবেন।

  8. পরীক্ষার কেন্দ্রে এডমিট কার্ড ,ক্যালকুলেটর ,পেন ,পেন্সিল , যন্ত্রপাতি বক্স এগুলি ছাড়া অন্য কিছু নেওয়া যাবে না। পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করার আগে এগুলি দেখে নেওয়া হবে।

  9. কোন অপ্রয়োজনীয় জিনিস ভিতরে পরীক্ষার কেন্দ্রে যাচ্ছে কিনা সেটা পরীক্ষা করার হবে।

  10. শুধু মাত্র মহিলা কর্মচারী বা শিক্ষিকা ছাত্রীকে পরীক্ষা করতে পারেন।

  11. ছাত্র-ছাত্রী যাদের চোখের সমস্যা আছে তারা চশমা ব্যবহার করতে পারে।

  12.  কোন ব্যাগ বা বই পরীক্ষা কেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া যাবে না।

  13. পরীক্ষার কেন্দ্রে মোবাইল বা কোন বৈদ্যুতিক সরঞ্জাম কঠোরভাবে নিষিদ্ধ। পরীক্ষক ও কর্মচারীরা পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল ব্যবহার করতে পারবেন না।

  14. সিল করা প্রশ্নপত্র খোলার সময় কোন শিক্ষক বা শিক্ষিকা এবং কর্মচারী কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। কলেজের অধ্যক্ষ বা দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষের কাছে মোবাইল জমা রাখতে হবে।

  15. পরীক্ষা শুরুর ১৫ মিনিট পরে কোন ছাত্র বা ছাত্রীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

  16.  উত্তরপত্র জমা দেওয়ার আগে কোন ছাত্র বা ছাত্রী পরীক্ষার কেন্দ্র ছেড়ে বেরোতে পারবে না।

  17.  যদি কোন ছাত্র বা ছাত্রী একান্তভাবেই বের হতে চাই তাহলে তাকে উত্তরপত্র জমা রেখে তবেই বেরোতে পারবে। কিন্তু সে আর পুনরায় পরীক্ষায় বসতে পারবে না।

  18.  পরীক্ষা চলাকালীন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে হাজিরা নেয়া হবে।

  19.  ২০২২ এপ্রিল মাসে ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা নেয়া হয়েছিল এই পরীক্ষার ক্ষেত্রেও একই নিয়মাবলী মানা হচ্ছে।


কারিগরি ভবন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিটি  নিচে ক্লিক করে দেখুন

ক্লিক করুন



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.