প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার টেটের কি সিলেবাস হবে তা নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দিল। বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে কোন বিষয়ের জন্য কি সিলেবাস এবং পাশাপাশি কি ধরনের প্রশ্ন পত্র আসবে। স্পষ্টভাবে জানানো হয়েছে ১৫০ মিনিটে ১৫০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নে এক নম্বর করে থাকবে এবং এই প্রাথমিকের টেটের কোন নেগেটিভ মার্কিং নেই।পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে মোট পাঁচটি বিষয়ে ৩০ টি করে প্রশ্ন থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
- child development and pedagogy থেকে ৩০ টি প্রশ্ন
- প্রথম ভাষা থেকে ৩০ টি প্রশ্ন, দ্বিতীয় ভাষা থেকে ৩০ টি প্রশ্ন
- অঙ্ক থেকে ৩০ টি প্রশ্ন ও
- পরিবেশ বিদ্যা থেকে ৩০ টি করে প্রশ্ন থাকবে।
পাশাপাশি এই পাঁচটি বিষয়ে কি কি সিলেবাস থাকবে সেটাও বিস্তারিত আকারে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু : ২১শে অক্টোবর
আবেদনের শেষ তারিখ : ৩ নভেম্বর রাত ১২টা
পরীক্ষার তারিখ : ১১ ডিসেম্বর
WB Primary TET Syllabus 2022 | WB প্রাথমিক TET সিলেবাস 2022
WB Primary TET Syllabus 2022: 2022 সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের TET পরীক্ষার সিলেবাস পরীক্ষার্থীদের সুবিদার্থে সম্পূর্ণ বাংলায় নিচে দেওয়া হল-
Child Development and Pedagogy(30 MCQs)
Child Development and Learning
- বিকাশের ধারণা এবং শিক্ষার সঙ্গে এর সম্পর্ক
- শিশুদের বিকাশের নীতি
- বংশগতি ও পরিবেশের প্রভাব
- সামাজিকীকরণ প্রক্রিয়া : সামাজিক জগত এবং শিশুরা (শিক্ষক। পিতামাতা, সমবয়সী)
- পাইগেট। কোহেলবার্গ এবং ভাইগটস্কি: গঠন এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি
- শিশু -কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা
- বুদ্ধিমত্তার চুক্তির সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি
- বহুমাত্রিক বুদ্ধিমত্তা
- ভাষা ও চিন্তা
- লিঙ্গ একটি সামাজিক গঠন হিসাবে। লিঙ্গ ভূমিকা। লিঙ্গ – পক্ষপাত এবং শিক্ষাগত অনুশীলন।
- শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, বর্ণ, লিঙ্গের বৈচিত্র্যের উপর ভিত্তি করে পার্থক্য বোঝা , সম্প্রদায়, ধর্ম।
- শেখার জন্য মূল্যায়ন এবং শিক্ষার মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল -ভিত্তিক মূল্যায়ন, ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়ন দৃষ্টিভঙ্গি এবং অনুশীলন
- শিক্ষার্থীদের প্রস্তুতির মাত্রা মূল্যায়নের জন্য যথাযথ প্রশ্ন প্রণয়ন
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থবােধ
- শিখন ও শিক্ষণবিদ্যা
- Learning and Pedagogy
- শিক্ষা এবং অর্জন,
- ভাষা শিক্ষার মূলনীতি
- শোনার ও বলার ভূমিকা ,ভাষার কার্যকারিতা এবং কিভাবে শিশুরা এটিকে সরঞ্জাম হিসেবে ব্যবহার করে ,
- মৌখিকভাবে এবং লিখিত আকারে ধারণাগুলি যোগাযোগের জন্য একটি ভাষা শেখার ক্ষেত্রে বায়করণের ভূমিকার জন্য সমালোচনা মূলক দৃষ্টিভঙ্গি।
- বিচিত্র শ্রেণীকক্ষে ভাষা শেখানোর চ্যালেঞ্জ ;ভাষার অসুবিধা,ত্রুটি এবং ব্যাধি ,ভাষা দক্ষতা ,ভাষার বোধগম্যতা এবংদক্ষতার মূল্যায়ন :কথা বলা ,শোনা পড়া এবং লেখা
- পাঠদান -শেখার উপকরণ :পাঠ্য পুস্তক ,বহুমিডিয়া উপকরণ ,শ্রেণীকক্ষের প্রতিকারের পাঠদানের বহুভাষিক উৎস ।
- শিশু মনস্তত্ত্ব ,শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা (30 MARKS )
Language 1: Bengali(30 MCQs)
Language Comprehension
2টি আনসিন প্রসে প্যাসেজেস (ডিসকার্সিভ অথবা লিটারারি অথবা ন্যারেটিভ অথবা সাইন্টিফিক) উইথ কস্টিংস ও কম্প্রিহেনশন, গ্রামার এন্ড ভার্বাল এবিলিটি।
চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাংগুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুমস:ল্যাংগুয়েজ ডিফিকাল্টিজ,এররর্স এন্ড ডিস অর্ডাস।
ইন্ট্রোডাকশন টু ইংলিশ ফোনোলোজি:ভাউয়েলস এন্ড কনসোনেন্টস,সিলেবেল ডিভিশন।
Pedagogy
- এভালুয়েটিং ল্যাংগুয়েজ কম্প্রিহেনশন এন্ড প্রফিসিয়েন্সি ইন LSRW(লিসিনিং ,স্পিকিং, রিডিং, রাইটিং)।
- টিচিং -লার্নিং ম্যাটেরিয়ালস।
- স্ট্রাটেজিস ফর টিচিং চিলড্রেন উইথ স্পেশাল নীডস(CWSN)।
- রেমিডিয়াল টিচিং।
- লার্নিং এন্ড আসিকুইজিশন।
- প্রিন্সিপালস অফ ল্যাংগুয়েজ টিচিং।
- রোল অফ লিসিনিং এন্ড স্পিকিং;ফাঙ্কশন অফ ল্যাংগুয়েজ এন্ড হাউ চিলড্রেন ইউজ ইট এজ আ টুল।
- ক্রিটিকাল পার্সপেক্টিভ অন দ্যা রোল অফ গ্রামার ইন লার্নিং আ ল্যাংগুয়েজ ফর কমিউনিকেটিং ইডিয়াজ ভারবালি এন্ড ইন রিটিন ফর্ম।
- চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাংগুয়েজ ইন ডাইভারস ক্লাসরুমস;ল্যাংগুয়েজ ডিফিকাল্টিজ,এরররস এন্ড ডিসঅর্ডারস।
- ল্যাংগুয়েজ স্কিলস।
- এভালুয়াটিং ল্যাংগুয়েজ কম্প্রিহেনশন এন্ড প্রফিসিয়েন্সি: স্পিকিং,লিসিনিং,রিডিং, এন্ড রাইটিং।
- টিচিং -লার্নিং ম্যাটেরিয়ালস: টেক্সটবুক,মাল্টিমিডিয়া ম্যাটেরিয়ালস,মাল্টিলিঙ্গুয়াল রিসোর্স অফ দ্যা ক্লাসরুম।
Mathematics(30 MCQs)
- সংখ্যা ও বিভাজ্যতা
- বর্গ-বর্গমূল, ঘন-ঘনমূল
- ভগ্নাংশ
- দশমিক ও আবৃত্ত দশমিক
- সরলীকরণ
- গড়
- লসাগু এবং গসাগু
- অনুপাত ও সমানুপাত
- শতকরা
- লাভক্ষতি
- সময় ও কার্য
- সময় ও দূরত্ব
- অংশীদারি কারবার
- মিশ্রণ
- সরল সুদ
- জ্যামিতি
- পরিমিতি
- ঘড়ি ও সময়
- ক্যালেন্ডার
- রিজনিং
- Environmental Science(30 MCQs)
- মানবদেহ ও অন্যান্য প্রাণীর শরীর
- খাদ্য ও খাদ্য উৎপাদন
- প্রাকৃতিক ও খনিজ সম্পদ
- শক্তি সম্পদ
- পরিবেশের উপাদান ও জীবজগৎ
- পশ্চিমবঙ্গ
- পরিবেশ ও বনভূমি
- জনবসতি ও জনসম্পদ
- সমাজ ও সামাজিক সম্পদ
- মহাকাশ ও পৃথিবী
- আধুনিক সভ্যতা, পরিবেশ দূষণ ও পরিবেশ সংরক্ষণ
- পরিবেশ শিক্ষণবিদ্যা
WB Primary TET Exam Pattern 2022 অনুযায়ী প্রার্থীদের 150 মিনিটে 150টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে 1 নম্বর থাকে এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। ইতিমধ্যেই কয়েক হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন টেটের জন্য। সংখ্যাটা লক্ষাধিক হবে বলেই অনুমান প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের। প্রাথমিক টেটকে কেন্দ্র করে যাতে কোন আইনি জটিলতা তৈরি না হয় তার জন্য বারবার নির্দেশিকায় সংশোধন এনেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কখনও সংরক্ষণ জনিত সংশোধন আবার কখনও যোগ্যতা মান কমানো নিয়ে সংশোধন এনেছে পর্ষদ।
প্রাথমিকের টেটের পাশাপাশি নিয়োগ নিয়েও ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২১শে অক্টোবর থেকে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য।পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল ২০১৪,২০১৭ সকল টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য। ইতিমধ্যেই তারও প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্যদিকে d.el.ed কলেজগুলি অধ্যক্ষদের সঙ্গেও বৈঠকে বসতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
বিস্তারিত তথ্য জানতে দেখুন,
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন
Post a Comment
0 Comments