পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ (কারিগরী শিক্ষা বিভাগ)
পলিটেকনিকের সেকেন্ড এবং ফোর সেমিস্টারের পরীক্ষা হবে নতুন কোশ্চেন প্যাটার্নের (২০ঃ৪০)মধ্যে পরিবর্তন নিয়ে আসা হলো
কারিগরি ভবন এর পক্ষ থেকে একটি অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যেকটি কলেজকে জানানো হয়েছে যে এরপর থেকে সমস্ত সেকেন্ড সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষার কোশ্চেন এর ধরন পরিবর্তন করা হল এখন থেকে যে নতুন কোশ্চেন এর ধরন তৈরি করা হয়েছে তার মধ্যে সম্পূর্ণ ষাট নাম্বারের পরীক্ষা কে দুই ভাগে বিভক্ত করা হবে পাটের পরীক্ষা প্রথম 30 মিনিট সময়ের মধ্যে এবং পরবর্তী চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে বাকি দুই ঘন্টা সময়ের মধ্যে সমস্ত পরীক্ষার মোট সময় বরাদ্দ করা হয়েছে আড়াই ঘন্টা (2.30H =30mIN +2h))
এটি সম্পূর্ণ হলো 1 এর দাগের এবং দুই এর দাগের প্রশ্নের ধরন এবং প্রশ্নের মান যেটি প্রথম নোকতা কাপতাক প্রথম 30 মিনিট সময়ের মধ্যে প্রত্যেকটি স্টুডেন্টকে এই প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। যদি কোনো শিক্ষার্থী প্রথম 30 মিনিট সময়ের মধ্যে এই প্রশ্নের উত্তর না করতে পারে সেক্ষেত্রে তাকে কোনভাবেই আর পুনরায় সুযোগ দেওয়া হবে না এই প্রশ্নের উত্তর করার জন্য। কারণ পরীক্ষা শুরুর প্রথম 30 মিনিটের মধ্যে শর্ট কোশ্চেন এর জন্য যে উত্তরপত্র দেওয়া হবে সেই উত্তরপত্র টি জমা নিয়ে নেওয়া হবে।
SC/ST/OBC ছাত্র/ছাত্রীদের জন্য স্কলারশিপ ২০২২ সবাই পাবে এক্ষণই আবেদন করুন।
এখনই আবেদন করুন UGC-র স্কলারশিপের জন্য, হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা
এরপর চলে আসি 3 থেকে 12 পর্যন্ত, কোশ্চেনের দাগে, 3-12 এর মধ্যে টোটাল 8 টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 5 নাম্বার করে। অর্থাৎ মধ্যে শিক্ষার্থীদের সম্পূর্ণ 40 নম্বরের উত্তর দিতে হবে 8 টি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রত্যেকটি নির্মাণ হচ্ছে পাঁচ নাম্বার করে।
শিক্ষার্থীদের জানানো হচ্ছে তোমাদের জন্য বিভিন্ন whatsapp-এর গ্রুপ তৈরি করা হয়েছে শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতি নিয়ে সকলের মধ্যে আলোচনা করার জন্যে তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলিতে জয়েন হতে পারো।
তোমরা যদি স্কলারশিপের খোঁজ করছ তাহলে এই লিংকে ক্লিক করো : Click Here
আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন করতে ভুলোনা বিভিন্ন তথ্য সবার আগে পাওয়ার জন্য।
কারিগরি ভবন এর পক্ষ থেকে একটি অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে প্রত্যেকটি কলেজকে জানানো হয়েছে যে এরপর থেকে সমস্ত সেকেন্ড সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষার কোশ্চেন এর ধরন পরিবর্তন করা হল এখন থেকে যে নতুন কোশ্চেন এর ধরন তৈরি করা হয়েছে তার মধ্যে সম্পূর্ণ ষাট নাম্বারের পরীক্ষা কে দুই ভাগে বিভক্ত করা হবে পাটের পরীক্ষা প্রথম 30 মিনিট সময়ের মধ্যে এবং পরবর্তী চল্লিশ নাম্বারের পরীক্ষা হবে বাকি দুই ঘন্টা সময়ের মধ্যে সমস্ত পরীক্ষার মোট সময় বরাদ্দ করা হয়েছে আড়াই ঘন্টা
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2022-23, আবেদন, স্ট্যাটাস চেক, টাকার পরিমান ও যোগ্যতা। Apply Link
পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ঘটনা প্রথমবার এতদিন পর্যন্ত সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা তাদের নিজেদের কলেজেই তাদের সেমিস্টারের পরীক্ষা দিয়ে এসেছে কিন্তু 2022 সালে সর্বপ্রথম কারিগরী ভবন এর পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত নেয়া হল কারিগরি ভবন এর পক্ষ থেকে .
Post a Comment
0 Comments