IOCL Recruitment 2022: ইন্ডিয়ান অয়েলে চাকরি || ১৭৬০ শূন্যপদে নিয়োগ || আবেদন করুন
সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টেকনিশিয়ান, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস (টেকনিক্যাল ও নন- টেকনিক্যাল) পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। আই টি আই , ডিপ্লোমা বা স্নাতক পাশে সবাই আবেদন করতে পারবে।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে। প্রার্থীদের আগামী ৩ জানুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
আই টি আই , ডিপ্লোমা , স্নাতক
বয়স সময়সীমা
আবেদন প্রার্থীর বয়স ১৮ থেকে ২৪ এর মধ্যে হতে হবে।
মোট শূন্যপদ : ১৭৬০
কিভাবে আবেদন করবে?
- নিচের দেওয়া আবেদনের লিংক এ ক্লিক করুন
- প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এক কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট, স্বাক্ষর করে আপলোড করতে হবে।
- জানুয়ারি 3 তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে অনলাইনে।
এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারেন।
অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন
*Note: Join our telegram group for more premium job notifications.
Join Us(Mandatory to Join):
Join our WhatsApp group for Job Updates: | Click Here |
Join our telegram group(22,000+ Members): | Click Here |
Telegram group(Government Job Updates): | Click Here |
Join our Facebook group(Jobs All India): | Click Here |
Join our WhatsApp group(Mechanical Branch Only): | Click Here |
Scholarship Updates: | Click Here |
Join our Kolkata Job WhatsApp Group: | Click Here |
Follow us on Facebook | Click Here |
Follow us on LinkedIn: | Click Here |
Follow us on Twitter: | Click Here |
Follow us on Instagram: | Click Here |
অনলাইন আবেদনপত্র জমা দিতে হবে। নিচের দেওয়া লিংক থেকে আবেদন করুন।
IOCL Recruitment 2022 : আবেদন করুন
আরও বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।
বিজ্ঞপ্তি : ক্লিক করুন
Post a Comment
0 Comments