AICTE সিদ্ধান্ত অনুযায়ী ভারতবর্ষের 14 টি Engineering কলেজে Regional Language অর্থাৎ নিজেদের মাতৃভাষায় ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন Courses (যেমন ELECTRICAL ENGINEERING Computer science & Engineering, Civil engineering etc) পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরাও 2021-22 শিক্ষাবর্ষে নিজের মাতৃভাষায় এখন ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে।
পশ্চিমবঙ্গের বহু শিক্ষার্থী বাংলা মিডিয়াম থেকে যখন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয় সেক্ষেত্রে প্রথমের দিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, @AICTE সিদ্ধান্তে এখন বহু শিক্ষার্থী তাদের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নকে সত্যি করতে পারবে।
পশ্চিমবঙ্গের একমাত্র কলেজ হুগলির টেকনিক পলিটেকনিক ইন্সটিটিউট সহ দেশের আরো 13 টি ইঞ্জিনিয়ারিং কলেজে নিজস্ব মাতৃভাষায় 2021-22 শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবে।
বাংলা ভাষা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু ও মারাঠি ভাষাতেও ও ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন কোর্স করানো হবে ভারতবর্ষের বিভিন্ন কলেজে।
অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
ভারতবর্ষে সর্বমোট ১৪ ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২১-২২ কলেজের মধ্যে 1 হাজার 50 জন পড়ুয়াকে নিজস্ব মাতৃভাষায় পড়াশোনা করার অনুমতি দেয়া হলো। এদের মধ্যে থেকে উত্তরপ্রদেশ, রাজস্থান মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে আটটি ইঞ্জিনিয়ারিং কলেজ পড়ুয়াদের হিন্দি তে Engineering পড়ার সুযোগ দেওয়া হবে এছাড়াও মহারাষ্ট্রের দুটি কলেজে মারাঠি তে ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে এবং তামিলনাড়ুর দুটি কলেজে তামিল ভাষাতে এবং পশ্চিমবঙ্গের একমাত্র কলেজ হুগলির টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলা ভাষাতে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স করানো হবে। এছাড়াও অন্ধপ্রদেশের একটি কলেজে তেলুগু ভাষাতে ইঞ্জিনিয়ারিং পড়ানো হবে।
পশ্চিমবঙ্গের একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটে নিজস্ব মাতৃভাষা অর্থাৎ বাংলায় ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং course 2021 -22 শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে.
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই বিষয়ে জানিয়েছেন "জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, মূলধারায় শিক্ষায় আঞ্চলিক ভাষাগুলিকে আরও গুরুত্ব দিতে দায়বদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের ক্ষমতায়নের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। "
এক সাক্ষাৎকারে টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল শ্রী অভিজিৎ কর্মকার স্যার জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের কাছে ইঞ্জিনিয়ারিং পড়ার একটা নতুন সুযোগ তৈরি হলো এ ক্ষেত্রে বাংলা ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ার পর যে সার্টিফিকেট (ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) তারা পাবে সেই সার্টিফিকেট সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে কোন ধরনের অসুবিধা হবে না। এই Course টি করার জন্য শিক্ষার্থীদের মাধ্যমিকে সর্বনিম্ন 35% নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়ে থাকলেই সেই শিক্ষার্থীর সরাসরি (Management Quata) অথবা Jexpo কাউন্সিলিংয়ের মাধ্যমে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বাংলা তে ভর্তি হতে পারবে।
Post a Comment
0 Comments