Diploma in Pharmacy Entrance Exam 2021 || webscte.co.in CET 2021 || Eligibility & Syllabus || Apply Here
EDUCAREJuly 31, 20210
West Bengal State Council of Technical & Vocational Education and Skill Development.
পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন ফার্মেসি(Dpharma) কোর্স করার জন্য ইচ্ছুক সেই সমস্ত শিক্ষার্থীদের জানানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ কারিগরি ভবন এর অন্তর্গত একটি এন্ট্রান্স এক্সাম নেয়া হয়, যে এন্ট্রান্স এক্সাম টির নাম CET (Common Entrance Test for Pharmacy) এর মাধ্যমে ডিপ্লোমা ইন ফার্মেসি তে ভর্তি নেওয়া হয়।
অনেক শিক্ষার্থীদের মনের ভুল ধারণা আছে যে জেক্সপো এবং ভোকলেট প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে দিপ্লোমা ইন ফার্মেসি তে ভর্তি হওয়া যায় কিন্তু এই ধারনাটি সম্পুর্ন ভুল।
প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কারিগরি ভবন এর পক্ষ থেকে সম্ভবত মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে 2021 সালে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে ভর্তির প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করা হবে এই বিষয়ে।
ডিপ্লোমা ইন ফার্মেসি প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীকে সর্বনিম্ন উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
Diploma in Pharmacy Entrance Examination Eligibility Criteria: - Passed Higher Secondary (10+2) or its equivalent examination in General Stream Course with Physics, Chemistry & Biology or Mathematics. Candidates passed Higher Secondary (10+2) examination or equivalent examination in Vocational Stream Courses are not eligible for admission, as per prescribed admission eligibility of Pharmacy Council of India.
পশ্চিমবঙ্গের মধ্যে যেসমস্ত ছাত্রছাত্রীরা টেকনিক্যাল এডুকেশন এর সাথে যুক্ত , একদম VOCATIONAL, ITI থেকে শুরু করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং B.Tech, M.Tech প্রজন্ত। সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে মাতৃভাষায় Technical Education Related সমস্ত তথ্য সহজভাবে এবং সঠিক সময়ে তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য।
এটি কোন সরকারি ওয়েবসাইট না। কিন্তু Technical Education Related সমস্ত সঠিক তথ্য ছাত্রছাত্রীদের কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি।
West Bengal Technical Education এই ওয়েবসাইট এর কর্ণধার হলেন কৃষ্ণ ঘোষ -KRISHNA CHANDRA GHOSH(DIPLOMA,B.Tech MECHNICAL)। যিনি নিজে কারিগরি শিক্ষার সঙ্গে বিগত কয়েক বছর ধরে যুক্ত, ক্যারিয়ার কাউন্সেলিং এবং পশ্চিমবঙ্গের টেকনিক্যাল এডুকেশন সংক্রান্ত সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেছেন "How Can I Help U?" YouTube Channel এর মাধ্যমে। কারিগরি শিক্ষার সাথে যুক্ত সমস্ত শিক্ষার্থীদের সঠিকভাবে পথ দেখানো আমাদের একমাত্র উদ্দেশ্য।
Post a Comment
0 Comments