Type Here to Get Search Results !
Join Our Telegram Group

Diploma in Pharmacy Entrance Exam 2021 || webscte.co.in CET 2021 || Eligibility & Syllabus || Apply Here

West Bengal State Council of Technical & Vocational Education and Skill Development.

পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন ফার্মেসি(Dpharma) কোর্স করার জন্য ইচ্ছুক সেই সমস্ত শিক্ষার্থীদের জানানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ কারিগরি ভবন এর অন্তর্গত একটি এন্ট্রান্স এক্সাম নেয়া হয়, যে এন্ট্রান্স এক্সাম টির নাম CET (Common Entrance Test for Pharmacy)  এর মাধ্যমে ডিপ্লোমা ইন ফার্মেসি তে ভর্তি নেওয়া হয়।
অনেক শিক্ষার্থীদের মনের ভুল ধারণা আছে যে জেক্সপো এবং ভোকলেট প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে দিপ্লোমা ইন ফার্মেসি তে ভর্তি হওয়া যায় কিন্তু এই ধারনাটি সম্পুর্ন ভুল।

প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কারিগরি ভবন এর পক্ষ থেকে সম্ভবত মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে 2021 সালে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে ভর্তির প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করা হবে এই বিষয়ে।

ডিপ্লোমা ইন ফার্মেসি প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীকে সর্বনিম্ন উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। 

Diploma in  Pharmacy Entrance Examination Eligibility Criteria: - Passed Higher Secondary (10+2) or its equivalent examination in General Stream Course with Physics, Chemistry & Biology or Mathematics. Candidates passed Higher Secondary (10+2) examination or equivalent examination in Vocational Stream Courses are not eligible for admission, as per prescribed admission eligibility of Pharmacy Council of India.


Diploma In Pharmacy 2021 | CET 2021 :  Apply Here 


Dpharma Counselling Procedure : Click Here

List of All Pharmacy College : Click Here



Pharmacy Seat Information : Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.