WEBSCTE OFFICIAL WEBSITE
পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা দপ্তরের এর পক্ষ থেকে ০৯ই জুলাই ২০২১ তারিখ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষে যে সমস্ত পলিটেকনিকের চতুর্থ এবং ষষ্ঠ সেমেস্টারের শিক্ষার্থীরা আছে তাদেরকে যে INTERNAL ASSESMENTS টি দিতে হয় সেটা EIOM এর মাদ্ধমে পরীক্ষা দিতে হবে। এবং যখন পরীক্ষা নেওয়া হবে তখন সম্পূর্ণ পরীক্ষাটি 'G-SHUITE ' -এর মাদ্ধমে রেকর্ড করা হবে এবং সম্পূর্ণ রেকর্ডটিকে যে সমস্ত ইনস্টিটিউটের স্যার রা আছেন তারা এটি Follow Up করবে। তারপর সমস্ত পরীক্ষা শেষ হয়ে গেলে সেই রেকর্ডটিকে কাউন্সিলে জমা দিতে হবে।
সেখানে আরো বলা হয়েছে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য প্রথম INTERNAL ASSESMENTS ১৫ই জুলাই ২০২১ থেকে ২৪ই জুলাই ২০২১ তারিকের মধ্যে শেষ করতে হবে। এবং দ্বিতীয় INTERNAL ASSESMENTS ১৮ই আগস্ট ২০২১ থেকে ২৭ই আগস্ট ২০২১ তারিখের মধ্যে শেষ করতে হবে।
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন -
আরো বিস্তারিত ভাবে জানার জন্য এই ভিডিও টি সম্পূর্ণ দেখো -
Post a Comment
0 Comments