Type Here to Get Search Results !
Join Our Telegram Group

WBJEE DECENTRALIZED COUNSELLING OFFICIAL NOTICE FROM WEST BENGAL HIGHER EDUCTION DEPARTMENT , TECHNICAL BRANCH

WBJEE DECENTRALIZED COUNSELLING OFFICIAL NOTICE FROM WEST BENGAL HIGHER EDUCTION DEPARTMENT , TECHNICAL BRANCH 

Bikash Bhawan, DF Block, Sector 1, Bidhannagar, Kolkata, West Bengal 700091

পশ্চিমবঙ্গ সরকার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এর টেকনিক্যাল ব্রাঞ্চ এর পক্ষ থেকে 29 শে অক্টোবর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের মধ্যে WBJEE কাউন্সিলিংয়ের যে সমস্ত ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও ফার্মেসি কলেজ গুলি রয়েছে সেই কলেজের রীতিমতো যে তিনটে অধ্যায়ের কাউন্সিল প্রক্রিয়া এবং তারপর DECENTRALIZED  কাউন্সেলিং এর মাধ্যমে এডমিশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে 2021-22 এর জন্য

কিন্তু এর পরও দেখা গেছে একাধিক ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ও ফার্মেসি কলেজে বহুসংখ্যক রয়ে গেছে সেই সমস্ত  seat গুলিকে সম্পূর্ণ করার জন্য নতুন করে ডিসেন্ত্রালাইজড কাউন্সেলিং এর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে. প্রত্যেকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় কে ইনস্ট্রাকশন দেয়া হয়েছে তারা তাদের নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এবং ক্লিয়ার গাইডলাইনস অ্যাপ্লিকেশন মেথড এই সমস্ত কিছুর সম্পর্কে তথ্য প্রকাশ করার জন্য। 


এই কাউন্সিলিংয়ের মাধ্যমে সরাসরি সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং আর্কিটেকচার ও ফার্মেসি কলেজে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা এডমিশন নিতে পারবে এডমিশন নেওয়ার জন্য প্রত্যেকটি শিক্ষার্থীকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ও শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হবে, এছাড়াও. GMR RANK এর ভিত্তিতে তাদের এডমিশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ইউনিভার্সিটির ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম আছে যেগুলি আলাদা আলাদা ইউনিভার্সিটি ও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম-শৃঙ্খলা মেইনটেন করে ভর্তির প্রক্রিয়াটি সম্পন্ন করার নির্দেশ এই নোটিশ এর মধ্যে দেয়া হয়েছে। 


মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে আলাদা। শিক্ষাগত যোগ্যতা এবং এআইসিটির guidelines অনুযায়ী হতে হবে তারপর সেই সমস্ত শিক্ষার্থীরা মেরিন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও ভর্তি হতে পারবে. এছাড়াও 10+2 এক্সামিনেশন এর রেজাল্ট এর ওপর বিশেষ প্রাধান্য দেওয়া হবে 


Download Notice : Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.