Type Here to Get Search Results !
Join Our Telegram Group

কম্পিউটার সাইন্স নিয়ে পড়েও কোন চাকরি পাবে না যদি এই বিষয়টি না জানা থাকে

Computer Science and Technology course details 

Computer Science and Technology is a very demanding engineering branch , also some student are like information technology and cyber forensis and information technology. 

but those student who have taking admission after 10th standard, they are must need to inten their 60% number overall all Academics, otherwise during campus placement they are not able to attend the campus drive because maximum MNC(multinational companies) already mention 60% number is compulsory for taking job into IT sector. 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বেশকিছু ব্রাঞ্চ আছে তার মধ্যে স্টুডেন্টের অন্যতম পছন্দ কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি অথবা কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজি এছাড়াও সাইবার ফরেনসিস ইনফরমেশন সিকিউরিটি, এই সমস্ত কম্পিউটার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করার জন্য স্টুডেন্টদের মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে ডিপ্লোমা পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে ৬০% এর অধিক নাম্বার না থাকলে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারা যায় না কলেজ ক্যাম্পাস থেকে।
স্টুডেন্টদের কাছে এই তথ্য না থাকার জন্য সবাই ঝোঁকে পড়ে পড়াশোনা করে তারপর চাকরি পায় না কলেজ ক্যাম্পাস থেকে।
তাহলে এখন করণীয় কি আছে? 

কম্পিউটার সাইন্স ছাড়াও আরো বেশ কিছু ব্রাঞ্চ আছে ইঞ্জিনিয়ারিং এর যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ধরনের ব্রাঞ্চগুলো নিয়ে পড়াশোনা করলেও খুব সহজেই সুযোগ পাওয়া যায়। 

মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে অবশ্যই সেই ধরনের স্টুডেন্টরা তোমরা চাইলে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে পারো। 

বড় বড় যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। সেই সমস্ত কোম্পানিতেই শুধুমাত্র এই বিষয়টি দেখা হয় যে স্টুডেন্টদের ৬০% নাম্বার আছে কি না? কিছু এমন কোম্পানিও আছে যেখানে নাম্বারের অতটা গ্রুপ তো থাকেনা নিজস্ব যোগ্যতার উপর ভিত্তি করে চাকরি সুযোগ হয়।। 


পড়ুয়াদের মনের মধ্যে যদি বিশ্বাস থাকে যে কে চাকরির ভরসা না করে নিজস্ব যোগ্যতাই Interview ক্র্যাক করে চাকরি ব্যবস্থা করে নেবে। সে ক্ষেত্রে স্টুডেন্ট অবশ্যই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারে মাধ্যমিকে এবং উচ্চমাধ্যমিকে 60% না থাকলেও। 

তোমরা স্টুডেন্টরা সরাসরি কলেজে ভর্তির জন্য বা নিজের কাউন্সেলিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো।

#jexpo2024 #cst #computerscience #howcanihelpu #how_can_help_u_coaching #jexpo2024_counselling #wbjee2024

Diploma Engineering Admission WhatsApp 070746 25691

আমাদের অফিসে এসে ​⁠ স্যার এর সাথে দেখা করতে পারো
Office Address : Educare Skill Academy  
Bardhaman Hope School (Ground Floor) 
Bajepratappur, Burdwan, West Bengal 713101. 
Mobile : 8972642479 / 7074625691

Eligibility:10th Pass
Scholarship Available
Student Credit Card Available
Hostel/Mess Available
Placement guarantee With Written Aggrement
Total Course Fee :66000(36000 Scholarship Available)

T&C Applied :
1) মাধ্যমিক থেকে শুরু করে Diploma ইঞ্জিনিয়ারিং শেষ করা পর্যন্ত 60% পার্সেন্ট এর Above নাম্বার থাকতে হবে |
2) Form Fill up Fee Provided by the Student
3) Examination Fee Provided by the Students
4) Accommodation Cost Provided by the Students
5) Regular Attendance more then 75%

WhatsApp Group জয়েন করে নাও :https://chat.whatsapp.com/DHm6jynN42pHloutnOcdtQ

JEXPO 2024 WhatsApp Channel :https://whatsapp.com/channel/0029VaG9TKKF6smtvlVndm3O

আমাদের WhatsApp  8972642479
যাদের রেজাল্ট খারাপ হয়েছে, তারাও সঠিকভাবে Counselling  করে পছন্দ মত কলেজে ভর্তির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো।
যারা আমাদের কাছ থেকে কাউন্সিলিং করাতে চাইছো নিজের নাম লেখাতে পারো,
সব থেকে ভালো হবে বর্ধমানে অফিসে এসে দেখা করা কিন্তু যারা আসতে পারছো না তারা অনলাইনেই করতে পারবে।

Counselling সঠিকভাবে করাবার জন্য আমাদের সহযোগিতা নিতে  :https://forms.gle/JfgH5rhkNSXbgq3p9
, আমাদের কল 7074625691 (10am to 5pm)

WhatsApp Channel : https://whatsapp.com/channel/0029VaG9TKKF6smtvlVndm3O

#jexpo2024
#krishnaghosh #jexpo2024_counselling #top_polytechnic_college #webscte #krishna_sir #krishnaghosh

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.