পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ (কারিগরী শিক্ষা বিভাগ) বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে পলিটেকনিকে ভর্তির প্রথম মেধা তালিকা বা অ্যালটমেন্ট রেজাল্ট প্রকাশ হওয়ার দিন দেওয়া হয়েছিল,এখন সমস্ত শিক্ষার্থীদের মনে প্রশ্ন যে তারা কখন অ্যালটমেন্ট লেটার দেখতে পাবে বা ডাউনলোড করতে পারবে এবং জানতে পারবে তারা কোন কলেজে কোন বিভাগে পড়াশোনা করার সুযোগ পেয়েছে |
Join JEXPO & VOCLET OFFICIAL FACEBOOK GROUP
আজকে জেক্সপো এবং ভোকলেট এর ফাস্ট এলোটমেন্ট রেজাল্ট প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু আগামীকাল ওয়েবসাইটে বিভিন্ন টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হতে হয়েছে শিক্ষার্থীদের বহু শিক্ষার্থীদের স্পেলিং করে সেভ করে রেখেছিল কিন্তু তাদের যে কলেজের তালিকা সেটি শেষ মুহূর্তে শো করছিল না অর্থাৎ সমস্ত চলে গিয়েছিল বা ডিলিট হয়ে গিয়েছিল বলতে পারি ,
Join West Bengal Polytechnic Students Telegram Channel WEBSCTE INFO :
তো এখন এই ধরনের বহু স্টুডেন্ট আছে যারা খুব চিন্তার মধ্যে আছে তো ইতিমধ্যেই যে বিষয়টি উপলব্ধি করা হচ্ছে যে খুব শীঘ্রই অফিশিয়াল ওয়েবসাইটে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হতে পারে এবং আজকে কোন মতেই এইযে পলিটেকনিক এর প্রথম কাউন্সিলিংয়ের রেজাল্ট প্রকাশ হওয়া সম্ভব হবে বলে মনে হচ্ছে না, আরো বিস্তারিত জানার জন্য সমস্ত শিক্ষার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট webscte.co.in নজর রাখার উপদেশ দেওয়া হচ্ছে .
Nabanna Scholarship 2022 : কত টাকা পাবেন? কি কি ডকুমেন্টস লাগবে? সবাই পাবে এক্ষণই আবেদন করুন : Apply Here
SC/ST/OBC ছাত্র/ছাত্রীদের জন্য স্কলারশিপ ২০২২ সবাই পাবে এক্ষণই আবেদন করুন : Apply Link
ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে এই স্কলারশিপের জন্য আবেদন করতে : Click Here
Swami Vivekananda Scholarship 2022 Online Application – SVMCM || Apply Now
Pre-Matric/Post Matric Scholarship 2022- Apply Online | Eligibility | Apply Here
পশ্চিমবঙ্গের সরাসরি ইন্টারভিউ মাধ্যমে DM অফিসে Group-C কর্মী নিয়োগ : Apply Here
West Bengal Student Credit Card : Apply Here
Post a Comment
0 Comments